বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘আরও ভালো হবে পুঁজিবাজার, ভয়ে শেয়ার বিক্রি নয়’

  •    
  • ৩ জুলাই, ২০২১ ১৫:১৮

‘সম্মানিত বিনিয়োগকারীদের এখানে বুঝতে হবে যে আমি যখন পেনিকড হয়ে শেয়ার বিক্রি করি তার ক্রেতাটা কে? …ক্রেতা যেহেতু আছে, তাহলে আমি কেন বিক্রি করছি লস করে? আমাকে তো লস করে এক্ষুনি বিক্রি করার দরকার নেই।…এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইনশাল্লাহ, সময়ের সঙ্গে সঙ্গে মার্কেট অনেক সুস্থ হবে ও অনেক ভালো হবে।’

সূচক ছয় হাজার পয়েন্টে ওঠার পর পুঁজিবাজারে অস্থিরতার অবসানের ইঙ্গিত পাওয়ার পর বাজার নিয়ে যে নতুন আশার সঞ্চার হয়েছে, তাতে বিনিয়োগকারীদের প্রতি নতুন বার্তা দিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বাজার আরও ভালো হবে- এই আশ্বাস দিয়ে তিনি লোকসানে শেয়ার বিক্রি না করার পরামর্শ দিয়েছেন। বলেছেন, নানা সময় আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করার কারণেই বাজারে পতন দেখা দেয়।

২০১০ সালের মহাধসের এক দশক পর গত বছর করোনা পরিস্থিতির কঠিন সময়ে শিবলী রুবাইয়াতকে প্রধান করে বিএসইসি পুনর্গঠন করা হয়।

২০২০ সালের ১৭ মে গঠন করা নতুন কমিশনের অন্য সদস্যরা হলেন সাবেক শিল্পসচিব আব্দুল হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. শেখ শামসুদ্দীন আহমেদ ও একই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন্স সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান।

তারা যখন দায়িত্ব গ্রহণ করেন, তখন করোনাভাইরাসের কারণে সাধারণ পুঁজিবাজারও ছিল বন্ধ। ছুটি শেষে ৫ জুলাই থেকে চালু হয় পুঁজিবাজার। এরপর এক বছরে পুঁজিবাজারে ভেঙেছে একের পর এক রেকর্ড।

এই এক বছরে পুঁজিবাজারে সূচক বেড়েছে ২ হাজার ১৬৯ পয়েন্ট। আর লেনদেন বেড়েছে বহুগুণ।

সাধারণ ছুটি শেষে ২০২০ সালের ৫ জুন প্রথম কর্মদিবসে লেনদেন ছিল ৭৩৪ কোটি ৭ লাখ টাকা। অন্যদিকে অর্থবছরের শেষ দিন গত ৩০ জুন লেনদেন হয়েছে ১ হাজার ৪০৭ কোটি টাকা।

গত বছরের ১৭ মে দায়িত্ব পাওয়ার পর শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে বিএসইসির বেশ কিছু সিদ্ধান্তে পুঁজিবাজারে দেখা দিয়েছে চাঙাভাব

তবে কেবল দুই দিনের লেনদেনের পার্থক্যই পুরো কথাটা বলে না। মাঝে লেনদেন এক দিন ছাড়িয়েছে ২ হাজার ৭০০ কোটি টাকা। আড়াই হাজার কোটি টাকার বেশি টাকার আশপাশে লেনদেন হয়েছে একাধিক দিন। টানা ‍দুই হাজার কোটি টাকার ঘরে লেনদেন হয়েছে নিয়মিতই। শাটডাউনকে ঘিরে গত সপ্তাহে সেটি দুই হাজার কোটি টাকার নিচে নেমেছে।

তবে এই এক বছরেও অস্থিরতা যে হয়নি, তা নয়। গত জানুয়ারিতে মার্জিন ঋণের সর্বোচ্চ সুদহার ১২ শতাংশ নির্ধারণকে কেন্দ্র করে টানা কয়েক মাস পুঁজিবাজার ছিল টালমাটাল। এর মধ্যে আবার গত ৫ এপ্রিল লকডাউন দেয়াকে কেন্দ্র করে তৈরি হয় আতঙ্ক। ধস নামে পুঁজিবাজারে।

তবে আগের কমিশনের মতো বর্তমান কমিশন করোনায় পুঁজিবাজার বন্ধ রাখার পক্ষে না। আর লকডাউনে ব্যাংক খোলা রাখার পর পুঁজিবাজারেও লেনদেন চালু রাখার ঘোষণা দেয় তারা। ঘুরে দাঁড়ায় বাজার। বিধিনিষেধের দুই মাসে পুঁজিবাজার ওঠে নতুন উচ্চতায়। সূচক বাড়ে এক হাজার পয়েন্টের বেশি, যেটি এখন ৪০ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে।

পুঁজিবাজারের অবস্থান এখন ২০১৭ সালের ৮ অক্টোবরের পর সর্বোচ্চ। সেদিন বাজারের অবস্থান ছিল ৬ হাজার ২০৫ পয়েন্ট।

গবে গত ৩০ মে পুঁজিবাজারের সূচক ৩৯ মাসের মধ্যে প্রথমবারের মতো ৬ হাজার পয়েন্ট উঠার পর গোটা একটি মাস সূচক সেখানে টিকে থাকা নিয়ে লড়াই করেছে। এর মধ্যে আবার শাটডাউনে পুঁজিবাজার চালু থাকা নিয়ে শঙ্কার কারণে তৈরি হয় নতুন অস্থিরতা। তবে সেটিও কেটে গেছে।

এর মধ্যে বেশ কিছু ভালো খবর আসছে দেশের অর্থনীতির জন্য। চীন ও ভারত থেকে তৈরি পোশাক খাতের অর্ডার বাতিল হয়ে বাংলাদেশে আসছে। বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদেশি বিখ্যাত একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি।

পুঁজিবাজারে অবণ্টিত মুনাফার ২০ হাজার কোটি টাকারও বেশি ব্যবহারের সিদ্ধান্তও হয়েছে। এ জন্য একটি তহবিল গঠনের জন্য তৈরি হয়েছে নীতিমালা। এরই মধ্যে হয়ে গেছে প্রজ্ঞাপন। এই অর্থের ৪০ শতাংশ দিয়ে সরাসরি শেয়ার কেনা হবে আর ৫০ শতাংশ দেয়া হবে মার্জিন ঋণ হিসেবে।

এই অর্থের বিনিময়ে কোনো সুদ দিতে হবে না। ফলে কম সুদে মার্জিন ঋণ দেয়া যাবে। এতে পুঁজিবাজারে অর্থের সরবরাহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিএসইসি আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, যা পুঁজিবাজারকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে আছে আইপিও শেয়ার সব বিনিয়োগকারীদের মধ্যে আনুপাতিক হারে বণ্টন। এতে কেবল আইপিও আবেদনের জন্য বিও হিসাবগুলো অকার্যকর হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ফলে এই টাকা সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ হতে পারে।

এ ছাড়া নতুন কোম্পানি তালিকাভুক্ত হওয়ার দুই বছর বোনাস শেয়ার দেয়ার নিষেধাজ্ঞা, বন্ড মার্কেন্টকে শক্তিশালী করা, ব্যাংকের পারপিচুয়াল বন্ড পুঁজিবাজারে তালিকাভুক্ত করা, এসএমই বোড বা ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের সুযোগ দেয়াও অন্যতম।

এর মধ্যে ব্যাংক খাত নিয়েও তৈরি হয়েছে নতুন আশা। গত বছর করোনা সংক্রমণের পর চাপে পড়া ব্যাংকগুলো নতুন পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে। মহামারির মধ্যেও তাদের আয় বাড়ছে। চলতি বছর প্রথম ছয় মাসের মুনাফার যে হিসাব বের হয়েছে, তাতে একটি ব্যাংকের আয়ও গত বছরের একই সময়ের তুলনায় কমেনি, বরং কোনো কোনোটির বেড়েছে দ্বিগুণের বেশি, কোনোটির দ্বিগুণের কাছাকাছি।

উৎপাদন খাতও ঘুরে দাঁড়িয়েছে, বিক্রি ও শেয়ার প্রতি আয় বেড়েছে বহু কোম্পানির। এর মধ্যে বিএসইসি নিয়েছে আরেক নজিরবিহীন সিদ্ধান্ত। বন্ধ হয়ে যাওয়া বেশ কয়েকটি কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে সেগুলোকে উৎপাদনে আনার চেষ্টা চলছে।

এরই মধ্যে আলহাজ্ব টেক্সটাইল ও রিংশাইন টেক্সটাইলে উৎপাদন শুরু হয়েছে। আরও একটি কোম্পানি উৎপাদন শুরুর প্রস্তুতি নিচ্ছে। তবে যে কয়টি কোম্পানিকে উৎপাদনে আনা সম্ভব নয়, সেগুলোর মালিকপক্ষের বিরুদ্ধে মামলার প্রস্ততিও নেয়া হয়েছে।

কমিশন সিদ্ধান্ত নিয়েছে, নানা কারণে ওভার দ্য কাউন্টার বা ওটিসি মার্কেটে পাঠিয়ে দেয়া চারটি কোম্পানিকে একদিনে ফিরিয়ে আনা হয়েছে। আরও কয়েকটি কোম্পানিকেও ফেরানোর প্রস্তুতি চলছে। যেগুলো সুশাসনে উন্নতি করতে পারবে না বা মুনাফায় ফিরতে পারবে না, সেগুলো অবসায়ন করে মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণাও দেয়া হয়েছে।

পুঁজিবাজার আপাতত চার দিনের ছুটিতে আছে। জুন ক্লোজিংয়ের পর দিন ব্যাংক বন্ধ থাকায় বৃহস্পতিবার লেনদেন হয়নি পুঁজিবাজারে। আর বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে, শাটডাউনে শুক্র ও শনিবারের পাশাপাশি পুঁজিবাজার বন্ধ থাকবে রোববারও।

টানা চার দিনের ছুটির তৃতীয় দিন শনিবার বিএসইসি চেয়ারম্যান তার ফেসবুক আইডিতে বিনিয়োগকারীদের উদ্দেশে ধৈর্য ধারণের বার্তা দিয়েছেন।

বিএসইসি চেয়ারম্যানের বার্তা

তিনি বিনিয়োগকারীদেরকে অস্থিরতায় না ভোগে ধৈর্য ধারণের পরামর্শই দিয়েছেন। বলেছেন, ‘আজই শেয়ার বিক্রি করতে হবে এমন ধারণার কারণে সূচক পড়ে যাওয়ার একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। বিনিয়োগকারীরা যদি একটু ধৈর্য ধরেন তাহলে কিন্তু সমস্যা হয় না।’

চার দিনের ছুটির মধ্যে বিনিয়োগকারীদের প্রতি বিএসইসি চেয়ারম্যানের বার্তা

আতঙ্কিত হয়ে বিক্রি করা শেয়ার যে মুনাফার আশাতেই কেউ না কেউ কেনেন, সেটির স্মরণ করিয়ে দেন তিনি। বলেন, ‘সম্মানিত বিনিয়োগকারীদের এখানে বুঝতে হবে যে আমি যখন পেনিকড হয়ে শেয়ার বিক্রি করি তার ক্রেতাটা কে?

‘ক্রেতা যেহেতু আছে তাহলে আমি কেন বিক্রি করছি লস করে? আমাকে তো লস করে এক্ষণি বিক্রি করার দরকার নাই।’

দীর্ঘমেয়াদে পুঁজিবাজারে লোকসানের কারণ নেই বলেও মনে করেন শিবলী রুবাইয়াত। বলেন, ‘অমি তো একটু অপেক্ষা করতে পারি। অপেক্ষা করে আমি সময়মতো বিক্রি করব লাভে। এইটুক ধৈর্য ধরতে হবে। এবং এই মার্কেটটা লং টার্ম ইনভেস্টমেন্ট এর জায়গা এবং এখানে কিনে লসে বিক্রি করার কথা না।’

‘কিনে একটু অপেক্ষা করবেন, যেইদিন প্রাইস বাড়বে সেইদিন বিক্রি করবেন। আপনি কেন অন্যের কথায় বা একটা সিচুয়েশনে আজকেই বিক্রি করতে হবে?’

বিনিয়োগকারীরের লোকসানে কষ্ট

বিনিয়োগকারী ভয় পেয়ে লোকসান করলে কষ্ট লাগে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান। বলেন, ‘এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইনশাল্লাহ, সময়ের সঙ্গে সঙ্গে মার্কেট অনেক সুস্থ হবে ও অনেক ভালো হবে।’

পুঁজিবাজারে ঋণ নিয়ে যারা শেয়ার কেনেন, শেয়ারের দাম কমলে তাদেরকে যেন বাধ্য হয়ে শেয়ার বিক্রি করে দিতে না হয়, সে জন্য ঋণের মার্জিনটা বাড়িয়ে দেয়ার কথাও জানান তিনি।

গত এপ্রিলের শুরুতে লকডাউনকে কেন্দ্র করে বাজারে ধস নামার পর ১০০ টাকায় ৮০ টাকা মার্জিন ঋণ নেয়া যাবে বলে জানায় বিএসইসি। এর আগে তা ছিল ১০০ টাকায় ৫০ টাকা।

তিনি আবারও ভীত না হওয়ার কথা বলেন, ‘সুতরাং ফোর্স সেল এর কোনো ভয় নেই। তাই পেনিক সেল না হলেই হলো এখন।’

‘মার্কেট ভালো হবেই ইনশাল্লাহ’-এ কথা বলেই তার বার্তা শেষ করেন শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

এ বিভাগের আরো খবর