বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্যারিসের প্রস্তুতিতে স্পনসর চান শিরিন

  •    
  • ২২ আগস্ট, ২০২১ ১৬:৫৮

অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশন, নৌবাহিনী ও বাংলাদেশ অলিম্পিকস অ্যাসোসিয়েশনকে কৃতজ্ঞতা জানিয়ে শিরিন বলেন, কোনো কোম্পানি বা ব্যক্তি তাকে স্পনসর করলে তার উন্নতি দ্রুত হবে।

দেশের সেরা নারী স্প্রিন্টার তিনি। জাতীয় চ্যাম্পিয়নশিপে দ্রুততম মানবীর খেতাব নিয়ে দৌড়েছেন টোকিও অলিম্পিকসের ট্র্যাকে। টোকিওতে নিজের সেরা টাইমিং ছাড়িয়ে যাওয়া শিরিন আক্তারের লক্ষ্য এখন প্যারিস অলিম্পিকসের মঞ্চ।উপযুক্ত প্রশিক্ষণ ও উপকরণ পেলে বিশ্বমঞ্চে পদক জয় করা সম্ভব মনে করেন টানা ১২ বার জাতীয় চ্যাম্পিয়ন শিরিন। নিউজবাংলার সঙ্গে আলাপচারিতায় সাতক্ষীরার গর্ব শিরিন জানান পরেরবার প্যারিসে আরও ভালো টাইমিংয়ের প্রত্যাশা তার।নিউজবাংলাকে শিরিন বলেন, ‘শুধুমাত্র ভাত-মাছ ও ডাল খেয়ে স্প্রিন্ট করা সম্ভব না। এ জন্য খাদ্যের দিকে নজর দিতে হবে কর্তৃপক্ষের। ক্রীড়াবিজ্ঞানকে কাজে লাগাতে হবে। দীর্ঘমেয়াদে একটা পরিকল্পনাও থাকতে হবে। তাহলে বিশ্বের বড় আসরেও স্বর্ণপদক আশা করতে পারি।‘আমার যে প্রতিভা আছে, তা আরও পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে এবং পরিচর্যা করতে পারলে বড় আসরগুলোতে ভালো করতে পারব বলে বিশ্বাস করি।’শিরিনের শুরু বিকেএসপি থেকে। ২০০৭ সালে দেশের খেলোয়াড় তৈরির সেরা এই প্রতিষ্ঠানে সুযোগ পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। কঠিন অনুশীলন ও একাগ্রতায় নিজেকে প্রতিষ্ঠা করেছেন দেশের সেরা স্প্রিন্টার হিসেবে।

বিকেএসপির ট্র্যাকে অনুশীলনে শিরিন আক্তার। ছবি: সংগৃহীত

সাফল্যের পেছনে বিকেএসপি ও ছেলেবেলার কোচের অবদানের কথা স্মরণ করেন তিনি।বলেন, ‘২০০৭ সাল থেকে এখন পর্যন্ত বিকেএসপিতে আছি। অনুশীলনও সেখানে করি। আব্দুল্লাহেল কাফি আমার কোচ। সাতক্ষীরার শ্রদ্ধেয় কোচ আকবার আলীকে স্মরণ করি সব সময়ই। তিনি আমাকে ছোটবেলাতে হাতে ধরে শিখিয়েছেন।’ট্র্যাকের সাফল্যে নিজেকে ছাড়িয়ে যেতে চান ১০০ ও ২০০ মিটারে জাতীয় রেকর্ডধারী শিরিন। টোকিওতে নিজের সেরা টাইমিং করেও হিটে বাদ পড়েন তিনি।জুনিয়র এসএ গেমস ও সিনিয়র এসএ গেমসে দুটো ব্রোঞ্জজয়ী এই তারকা আগামী দুই বছর ট্র্যাকে ডুবে থাকতে চান। অনুশীলনে ব্যস্ত থাকতে চান।অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশন, নৌবাহিনী ও বাংলাদেশ অলিম্পিকস অ্যাসোসিয়েশনকে কৃতজ্ঞতা জানিয়ে শিরিন বলেন, কোনো কোম্পানি বা ব্যক্তি তাকে স্পনসর করলে তার উন্নতি দ্রুত হবে।তিনি বলেন, ‘যে সমস্ত লজিস্টিক সাপোর্ট দরকার, স্পনসর করার মাধ্যমে সেগুলোতে কেউ সাহায্য করলে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে আমার সহায়তা হবে।’ট্র্যাক অ্যান্ড ফিল্ডের পাশাপাশি পড়াশোনাতেও দারুণ সফল শিরিন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করার পর উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে করেছেন এমএ। এখন ক্রীড়াবিজ্ঞানে এমএসসিতে পড়ছেন যশোর প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্বাবিদ্যালয়ে।ট্র্যাকের এই তারকার ইচ্ছা স্প্রিন্টে সাফল্যের পাশাপাশি ক্রীড়াবিজ্ঞানেও পিএইচডি করা। আর নিজের বিষয় স্প্রিন্টের ওপরই সেটা করতে চান শিরিন।

এ বিভাগের আরো খবর