পায়ের চোটের কারণে মৌসুমের বাকি টুর্নামেন্টগুলো থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন রাফায়েল নাদাল। নিজের টুইটারে এই তথ্য নিশ্চিত করেছেন ২০ গ্র্যান্ডস্ল্যাম জয়ী। এর অর্থ বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট ইউএস ওপেনে খেলবেন না তিনি।নিজের টুইটার হ্যান্ডলে এক টুইটবার্তায় নাদাল লেখেন, ‘সবাইকে জানাতে চাই যে ২০২১ মৌসুম আমাকে শেষ করতে হচ্ছে। এক বছরের বেশি সময় পায়ের চোটে ভুগছি। এ থেকে উদ্ধার পেতে কিছুটা সময় লাগবে। আমার টিম ও পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। আশা করি পুরো সুস্থ হয়ে ফিরতে পারব।’এই বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনে অংশ নেন নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল ও ফ্রেঞ্চ ওপেনের শেষ চার থেকে বাদ পড়েন তিনি।ইনজুরির কারণে অলিম্পিকস ও উইম্বলডনেও খেলতে পারেননি ৩৫ বছর বয়সী নাদাল। এই বছরটা তার জন্য ভালো যায়নি উল্লেখ করে নাদাল লেখেন ইচ্ছা থাকা সত্ত্বেও উইম্বলডন ও অলিম্পিকসে খেলতে পারেননি তিনি।নাদাল যোগ করেন, ‘ইউএস ওপেনটাও আমি অন্য টুর্নামেন্টের মতো খেলতে পারছি না। গত এক বছর ধরে আমি ঠিকমতো অনুশীলন করতে পারিনি। যার কারণে সর্বোচ্চটা দিয়ে খেলতে পারিনি।’তবে ভক্ত-সমর্থকদের সঙ্গে শিগগির কোর্টে দেখা হওয়ার আশ্বাস দেন নাদাল। সবাইকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘আমি সর্বোচ্চ পরিশ্রম করব পুরো সুস্থ হয়ে উঠতে। সবাইকে কথা দিচ্ছি এই খেলাটিকে আরও কিছুদিন উপভোগ করার সর্বোচ্চ চেষ্টাটাই আমি করব।’ইউএস ওপেন থেকে নাদালের আগে চোটের কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন কিংবদন্তি রজার ফেডেরার। ফলে টুর্নামেন্টে ফেভারিট হিসেবে খেলবেন নোভাক জকোভিচ।
চোটে মৌসুম শেষ নাদালের
বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট ইউএস ওপেনে খেলবেন না তিনি। এই বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনে অংশ নেন নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল ও ফ্রেঞ্চ ওপেনের শেষ চার থেকে বাদ পড়েন তিনি।
-
ট্যাগ:
- নাদাল
এ বিভাগের আরো খবর/p>