টোকিও থেকে প্যারিসে হ্যান্ডওভার করা হলো অলিম্পিকসের মশাল। ১৬ দিনের ক্রীড়াযজ্ঞ শেষে পর্দা নামল টোকিও আসরের।
শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় টোকিওতে মশাল নিভল ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’।
৬৩ হাজার আসনের স্টেডিয়ামে শূন্য গ্যালারিতে ঐতিহ্য প্রদর্শনের মধ্য দিয়ে ৩২তম অলিম্পিকস আসরের ইতি টানলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ।
অলিম্পিকস সফলভাবে আয়োজনে জাপানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘অলিম্পিকস থেকে যখন দর্শকদের বাদ দেয়া হলো তখন ভেবেছিলাম একটা প্রাণহীন আসর হতে যাচ্ছে। কিন্তু খেলা শুরু হওয়ার পর বোঝা যায়নি যে দর্শক নেই। অ্যাথলেটদের প্রতিদ্বন্দ্বিতা ও একাগ্রতা প্রাণ ফিরিয়ে দেয় অলিম্পিকসে।’
গত বছরে হওয়ার কথা ছিল এই আসর। করোনাভাইরাসের মহামারিতে দুই দফায় এক বছর পেছাতে হয়। জটিলতা ছিল শুরু হওয়ার সম্ভাবনা নিয়েও।
সবকিছু ছাপিয়ে মৃত্যুর মিছিলের শোকে পুরো ক্রীড়া বিশ্বকে কিছুটা আশা দিয়েছে এই অলিম্পিকস আসর।
বিষয়টা তুলতে ভুললেন না ওআইসির প্রেসিডেন্ট। বলেন, ‘এই প্যানডেমিকের মধ্যে অনেক চ্যালেঞ্জের মধ্যে অনেক কিছু দিয়েছে এই অলিম্পিকস আসর; ক্রীড়ার শক্তিকে অনুপ্রাণিত করেছে।’
চীনের শুটার চিয়ান ইয়াংয়ের প্রথম দিনে জয় করা প্রথম স্বর্ণ থেকে শুরু করে শেষ দিন পুরুষদের ওয়াটার পোলোতে জেতা সার্বিয়ার শেষ স্বর্ণ পর্যন্ত পুরো বিশ্ব বুঁদ হয়ে ছিল অলিম্পিকসের মোহনীয়তায়।
১৬ দিনের ক্রীড়াযজ্ঞ শেষে বিদায়ী সুর বেজে ওঠে টোকিওতে। ছবি: টুইটারএবার ৩৯টি স্বর্ণ জিতে সেরা দল হিসেবে আসর শেষ করেছে যুক্তরাষ্ট্র। ৩৮ স্বর্ণ নিয়ে দুইয়ে আছে চীন। স্বাগতিক জাপান ২৭টি স্বর্ণ নিয়ে দখল করে তৃতীয় স্থান। ২২টি স্বর্ণ জিতে ব্রিটেন হয় চতুর্থ।
২০ স্বর্ণজয়ী রাশিয়া শেষ করে পাঁচ নম্বরে থেকে। আর পুলে রাজত্ব করা অস্ট্রেলিয়া ১৭টি স্বর্ণ জিতে আছে ছয় নম্বরে। অজিদের ১৭টি স্বর্ণের ৯টিই এসেছে সুইমিং থেকে।
প্যারিসে অলিম্পিকসের ৩৩তম আসরকে স্বাগত জানিয়ে শেষ হলো টোকিও আসর।