বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ম্যারাথনের রাজা’ কিপচোগে ধরে রাখলেন মুকুট

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ আগস্ট, ২০২১ ১২:১৮

ম্যারাথনে টানা দ্বিতীয় স্বর্ণ জিতে নিয়েছেন এই কেনিয়ার অ্যাথলিট। ২ ঘণ্টা ৮মিনিট ৩৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতে ইতিহাসের তৃতীয় অ্যাথলিট হিসেবে টানা দুই অলিম্পিকসে ম্যারাথন জেতার রেকর্ড গড়েন কিপচোগে।

দারুণ এক রেকর্ড দিয়ে শেষ হলো টোকিও অলিম্পিকসের অ্যাথলেটিকস পর্ব। অলিম্পিকসের শেষদিনে রেকর্ড বইয়ে নিজের নাম ওঠালেন কেনিয়ার দূরপাল্লার দৌড়বিদ এলিউড কিপচোগে।রোববার সকালে নিজের প্রিয় ইভেন্ট ম্যারাথনে টানা দ্বিতীয় স্বর্ণ জিতে নিয়েছেন এই কেনিয়ার অ্যাথলিট। ২ ঘণ্টা ৮মিনিট ৩৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতে ইতিহাসের তৃতীয় অ্যাথলিট হিসেবে টানা দুই অলিম্পিকসে ম্যারাথন জেতার রেকর্ড গড়েন কিপচোগে।২ ঘণ্টা ৯ মিনিট ৫৮ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন নেদারল্যান্ডসের আবদি নাগিয়ি। ব্রোঞ্জ পান বেলজিয়ামের বাশির আবদি।৩৬ বছর বয়সী কিপচোগে গত এক দশকে নিজেকে সর্বকালের অন্যতম সেরা দূরপাল্লার দৌড়বিদ হিসেবে প্রতিষ্ঠা করেছেন। ২০১৩ সালের পর ১৫টি টুর্নামেন্টের ১৩টিতেই ম্যারাথন ইভেন্ট জিতেছেন ‘ম্যারাথনের রাজা’।অলিম্পিকস স্বর্ণ জেতা এবারই প্রথম নয় কিপচোগের জন্য। তারপরও টোকিওর সাপ্পোরোর ট্র্যাকে জয়ের পর কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন এই চ্যাম্পিয়ন।সংবাদ মাধ্যমকে কিপচোগে বলেন, ‘অলিম্পিকসে খেলার স্বপ্নটা সবসময়ই আলাদা। প্রত্যেক অ্যাথলিটের এখানে আসতে পুরো জীবন ধরে প্রস্তুতি নিতে হয়। আজ আমি নিজের অলিম্পিকস স্বপ্ন পূরণ করলাম। স্পোর্টসই আমার জীবন যেখানে হার-জিত সবই আছে। আজকে আমি বলতে পারব যে সফলভাবে নিজের অলিম্পিকস স্বর্ণ ধরে রেখেছি।’টোকিও অলিম্পিকসে জিতে ম্যারাথন ট্র্যাক থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন কিপচোগে। তিনি বলেন, ‘আমার মনে হয় আমি দ্বিতীয়বারের মতো ম্যারাথন জিতে পরম্পরা বজায় রাখতে পেরেছি। আশা করি পরের প্রজন্মকে আমি অনুপ্রেরণা যোগাতে পারব।’করোনাভাইরাস মহামারির কারণে এক বছর অলিম্পিকস পিছিয়ে যাওয়ায় নিজের প্রস্তুতিও পেছাতে হয়েছে, এমনটা জানান কিপচোগে। তবে সফলভাবে অলিম্পিকস আয়োজনের জন্য জাপান ও আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এই চ্যাম্পিয়ন।কিপচোগে বলেন, ‘এমন সময়ে স্বর্ণ জেতাটা আমার জন্যে আসলেই অনেক বড় ব্যাপার ছিল। গত বছর অলিম্পিকস স্থগিত হয়ে যাওয়াটা আসলেই কঠিন ছিল সবার জন্য। এবারের অলিম্পিকস আমাদের জীবন যে সঠিক ও স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে সেটার একটা বার্তা দিয়ে গেল।’এবারের ম্যারাথনের নারী ইভেন্টেও স্বর্ণ গেছে কেনিয়ার ঘরে। শনিবার নারীদের ইভেন্টে স্বর্ণ জেতেন পেরেস জেপচিরচির।

এ বিভাগের আরো খবর