বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বোল্ট যুগের পর নতুন চ্যাম্পিয়ন পেল অলিম্পিকস

  •    
  • ৪ আগস্ট, ২০২১ ১৯:৪৯

১৯.৬২ সেকেন্ড টাইমিং নিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্বর্ণ জেতেন এই কানাডিয়ান। এই জয়ে ব্যক্তিগত ও কানাডার জাতীয় রেকর্ড ভেঙেছেন গ্রাস।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ১০০ মিটারের পর এবার ২০০ মিটারে নতুন চ্যাম্পিয়ন দেখল টোকিও অলিম্পিকস। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্প্রিন্টারকে হারিয়ে এই ইভেন্টে স্বর্ণ বগলদাবা করেছেন কানাডার আন্ড্রে ডি গ্রাস।

বুধবার ১৯.৬২ সেকেন্ড টাইমিং নিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্বর্ণ জেতেন এই কানাডিয়ান। এই জয়ে ব্যক্তিগত ও কানাডার জাতীয় রেকর্ড ভেঙেছেন গ্রাস।

একই ইভেন্টে ১৯.৬৮ সেকেন্ড টাইমিং করে রৌপ্য পদক জেতেন যুক্তরাষ্ট্রের কেনেথ বেডনারেক। ১৯.৭৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পান স্বদেশী নোয়াহ লাইলেস।

এর মধ্য দিয়ে এই ইভেন্টে বিশ্বরেকর্ডধারী উসাইন বোল্টের ১৩ বছরের রাজত্ব শেষে নতুন চ্যাম্পিয়ন পেল অলিম্পিকস।

এবার দুর্দান্ত পারফর্ম করা বিশ্ব সেরা স্প্রিন্টাররা ফাইনালে পৌঁছান। রেসে অংশ নেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১, ২, ৫ ও ৬ নম্বর অবস্থানে থাকা চার স্প্রিন্টার।

বোল্টের অধ্যায় শেষে ২০০৪ সালের পর নতুন চ্যাম্পিয়ন কে হতে চলেছেন তার দিকেই চেয়েছিল বিশ্ব।

বাঁশি বাজল। রেস শুরু হলো। এগিয়ে লাইলেস। পেছন থেকে তাকে ছাড়িয়ে যান গ্রাস। অলিম্পিকসে ২০০ মিটারে নতুন চ্যাম্পিয়নের মুকুট পড়েন এই কানাডিয়ান।

টোকিওতে ১০০ মিটার স্প্রিন্ট জিতেছেন ইতালির মার্সেল জ্যাকবস। তিনি ২০০ মিটারে অংশ নেননি।

এ বিভাগের আরো খবর