কেনিয়ায় থেকে গেল ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ৮০০ মিটার ডিসিপ্লিনের স্বর্ণ। রিও ও লন্ডন অলিম্পিকসে এই মিটে স্বর্ণ জিতেছিলেন কেনিয়ার স্প্রিন্টার ডেভিড রুডিশা।
এবার ইনজুরির কারণে টোকিও অলিম্পিকসে অংশ নেয়া হয়নি দুই বারের চ্যাম্পিয়ন এই কেনিয়ানের।
রুডিশার পথ অনুসরণ করে তারই দেশের ইমানুয়েল কোরির এনে দিলেন স্বর্ণ।
বুধবার ১ মিনিট ৪৫.০৬ সেকেন্ড টাইমিং করে স্বর্ণ জেতেন কেনিয়ার এই স্প্রিন্টার। ১ মিনিট ৪৫.২৩ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জেতেন একই দেশের ফার্গুসন রটিচ। আর ১ মিনিট ৪৫.৩৯ সেকেন্ড টাইমিং করে ব্রোঞ্জ জেতেন পোল্যান্ডের প্যাট্রিক ডোবেক।
ইভেন্ট জিতলেও রুডিশার বিশ্বরেকর্ড ভাঙা হয়নি কোরির। রুডিশা লন্ডন অলিম্পিকসে এই ইভেন্টে ১ মিনিট ৪০.৯১ সেকেন্ড টাইমিং করে বিশ্বরেকর্ড গড়েন।
জয়ের পর কোরিরকে অভিনন্দন জানিয়ে রুডিশা এই টুইট বার্তায় লেখেন, ‘কেনিয়ায় পদক ফিরল। আমরা টানা চার অলিম্পিকস আসরে স্বর্ণ জেতার রেকর্ড অব্যাহত রেখেছি। অভিনন্দন কোরির ও ফার্গুসন রটিচ।’
টোকিও অলিম্পিকস জয়ের পর নিজের লক্ষ্য নিয়ে জানালেন কোরির, ‘আমি ৪০০ মিটারে খেলা চালিয়ে যাব। ৪৩ সেকেন্ডের মধ্যে রেস শেষ করতে চাই। সেজন্য আমি নিজের সেরাটা চেষ্টা করব। ৮০০ মিটারে ১ মিনিট ৪০ সেকেন্ডে শেষ করতে চাই। সেটা আমার জন্য অনেক খুশির মুহূর্ত হবে।’