বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টানা দুই অলিম্পিকসে স্প্রিন্ট ডাবল এলেইন টমসনের

  •    
  • ৪ আগস্ট, ২০২১ ০০:৩৫

২১.৫৩ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটার রেস শেষ করেছেন টমসন। টমসনের দিনে একই মিটে রৌপ্য জেতা ক্রিস্টিন এমবোম্বাও নিজ দেশ নামিবিয়ার অনূর্ধ্ব ২০ এর রেকর্ড ভেঙেছেন ২১.৮১ টাইমিং করে। ব্রোঞ্জ জেতেন যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল টমাস।

গত রোববার ১০০ মিটারে অলিম্পিকস ইতিহাসের দ্বিতীয় দ্রুততার টাইমিং গড়ে স্বর্ণ জিতেছিলেন। দুই দিন পরও ২০০ মিটার মিটেও আলো ছড়ালেন জ্যামাইকার কুইন অফ স্প্রিন্ট এলেইন টমসন-হেরাহ। নিজের টাইমিংয়ের রেকর্ড ভেঙে এই মিটেও স্বর্ণ জিতে নিলেন এই স্প্রিন্টার।

এতেই হয়ে গেল ডাবল ধামাকা। রিও অলিম্পিকসের পর টোকিও। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ এর দুই আসরে ১০০ ও ২০০ মিটারের দুই ইভেন্টে স্বর্ণ জয়ের রেকর্ড গড়েছেন জ্যামাইকান।

ট্র্যাকের সব আলো যেন সব টমসনকে ঘিরেই। সমর্থকদের হতাশ করেননি এই স্প্রিন্টার। ব্যক্তিগত ও জ্যামাইকার জাতীয় রেকর্ড ছাড়িয়ে মিট শেষ করে দুই হাত ছড়িয়ে জানান দিলেন, ধামাকাই তার প্রাপ্য।এদিন ২১.৫৩ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটার রেস শেষ করেছেন টমসন।

টমসনের দিনে একই মিটে রৌপ্য জেতা ক্রিস্টিন এমবোম্বাও নিজ দেশ নামিবিয়ার অনূর্ধ্ব ২০ এর রেকর্ড ভেঙেছেন ২১.৮১ টাইমিং করে। ব্রোঞ্জ জেতেন যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল টমাস।

এ নিয়ে দুই অলিম্পিকস আসর মিলিয়ে চার স্বর্ণ ও একটি ব্রোঞ্জ জিতলেন টমসন। এই আসরে আরেকটি স্বর্ণ জেতার আনন্দ নিয়ে দেশে ফেরার ‍সুযোগ রয়েছে টমসনের।রিলেতে স্বর্ণ জিতলেই অলিম্পিকস ক্যারিয়ারে ৫ স্বর্ণ জেতা হবে এই জ্যামাইকানের।

এ বিভাগের আরো খবর