বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হেরে যাচ্ছেন দেখে কানে কামড় বসালেন বক্সার!

  •    
  • ২৭ জুলাই, ২০২১ ২১:৪০

শেষ ষোলর প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে দুবারের কমনওয়েলথ গেমসের স্বর্ণজয়ী নিউজিল্যান্ডের ডেভিড নিইকা বিপক্ষে ৮১-৯১ কেজি ক্যাটাগরিতে লড়ছিলেন মরোক্কোর বক্সার ইউনেস বাল্লা।

খেলায় হার-জিত থাকবেই। তবে জয়-পরাজয় ছাপিয়ে টোকিও অলিম্পিকে বক্সিং প্রতিযোগিতায় শিরোনাম হলো একটা ঘটনা। ম্যাচ চলাকালীন প্রতিপক্ষের কানে কামড় বসিয়ে দিয়েছেন এক বক্সার।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার টোকিও অলিম্পিকসের বক্সিং রিংয়ে।

শেষ ষোলর প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে দুবারের কমনওয়েলথ গেমসের স্বর্ণজয়ী নিউজিল্যান্ডের ডেভিড নিইকার বিপক্ষে ৮১-৯১ কেজি ক্যাটাগরিতে লড়ছিলেন মরোক্কোর বক্সার ইউনেস বাল্লা।

হার যখন প্রায় নিশ্চিত তখন নিইকার কানে কামড় বসিয়ে দেন ইউনেস। অবশ্য ঠিকমতো দাঁত বসাতে ব্যর্থ হন এই মরোক্কোর বক্সার।

পরে স্পোর্টস স্পিরিটের বিরোধী কর্মকাণ্ডের কারণে ইউনেসকে ডিসকোয়ালিফাইড করে দেয় অলিম্পিক আয়োজক কমিটি। যদিও ম্যাচে বেশ ব্যবধানে এগিয়ে ছিলেন নিউজিল্যান্ডের বক্সার নিইকা।

টোকিও অলিম্পিক ঘটনাটিকে ‘অসহনীয়’ উল্লেখ করে বলে, তিনি (ইউনেস) ইচ্ছাকৃতভাবে কানে/মুখে কামড় বসানোর চেষ্টা করেছেন।

ফুটেজে স্পষ্ট দেখা যায়, ইউনেস নিইকার ডান কানে কামড় দেয়ার চেষ্টা করছেন।

এই ঘটনার পর নিইকা অবশ্য বিষয়টি নিয়ে মজা করতে ছাড়লেন না, ‘সে পুরোপুরি আমার কানটা পায়নি। সৌভাগ্যবশত সে তার মুখের গার্ড পড়েছিল এবং আমি ঘেমে ছিলাম।’

এই ঘটনা অবশ্য নিইকার ক্যারিয়ারে প্রথম নয়। নিকা বলেন, ‘গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসেও আমি বুকে কামড়ের শিকার হয়েছিল কিন্তু যাইহোক এটা অলিম্পিকস!’

এ বিভাগের আরো খবর