বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২০২৮ সালের অলিম্পিকসে স্বর্ণ জয়ের লক্ষ্য রোমান সানার

  •    
  • ২৭ জুলাই, ২০২১ ১৯:৫২

টোকিওতে নিজের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে দিনটা দুর্দান্তভাবে শুরু করেন রোমান। মূলপর্বে ইংল্যান্ডের প্রতিযোগী টম হলকে ৭-৩ সেটে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন বাংলাদেশের এই আর্চার। বাংলাদেশের অলিম্পিকস ইতিহাসে এটাই সর্বোচ্চ অবস্থান। পরে প্রি-কোয়ার্টার থেকে বিদায় নিতে হয় রোমানের।

একটুর জন্য টোকিও অলিম্পিকসের কোয়ার্টার ফাইনালে যাওয়া হয়নি রোমান সানার। বিদায় নিতে হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে। তবে, মূল পর্বে বাংলাদেশের হয়ে প্রথম জয়ের ইতিহাসের স্মৃতি নিয়ে লক্ষ্য স্থির করেছেন দেশসেরা এই আর্চার।

২০২৮ সালের অলিম্পিকসে দেশকে এনে দিতে চান স্বর্ণ। এর মধ্যে নিজেকে প্রস্তুত করতে চান এই তীরন্দাজ।

টোকিওতে নিজের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে দিনটা দুর্দান্তভাবে শুরু করেন রোমান। মূলপর্বে ইংল্যান্ডের প্রতিযোগী টম হলকে ৭-৩ সেটে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন বাংলাদেশের এই আর্চার।

কিছুক্ষণ পর শেষ ষোলো পর্বে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে যান কানাডার ক্রিসপিন ডুয়েনাসের কাছে। ডুয়ানাসের কাছে তিনি হেরে যান ৬-৪ সেটে।

প্রথম সেটটা জিতেই শুরু করেন সানা। ২৬-২৫ পয়েন্টে জিতে লড়াই শুরু করেন তিনি।

২৮-২৫, ২৯-২৭ পয়েন্টে পরের দুই সেট জিতে কামব্যাকের সঙ্গে ম্যাচ লিড নিয়ে নেন ডুয়েনাস। চতুর্থ সেটে আবারও জয় ছিল সানার নামে। ২৭-২৬ পয়েন্টে সেট জিতে সমতা ফেরান বাংলাদেশের তারকা।

হাড্ডাহাড্ডি লড়াই চলে পঞ্চম সেটেও। স্নায়ু চাপ ধরে রেখে ডুয়েনাস ২৬-২৫ পয়েন্টে সেট জিতে ম্যাচ নিজের করে নেন। স্বপ্ন ভঙ্গ হয় সানার।

পঞ্চম সেটের আফসোস হচ্ছে রোমানের মনে, ‘আমার একটু আফসোস হচ্ছে কারণ ১০ পেলে জিতে জেতাম। আমার জেতার একটা ভালো সুযোগ ছিল ম্যাচে।’

তবে, এখানেই থেমে থাকতে চান না এই তীরন্দাজ। লক্ষ্য স্থির করে রেখেছেন। রোমান বলেন, ‘আমার লক্ষ্য ২০২৮ অলিম্পিকে স্বর্ণ জেতা। সুতরাং আমি ২০২৪ সালের অলিম্পিকেও অংশ নিচ্ছি। আমি আমার সেরাটা দিব।’

বাংলাদেশের প্রথম অ্যাথলেট হিসেবে এবার সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন রোমান সানা।

এ বিভাগের আরো খবর