টোকিও অলিম্পিকে দলীয় ইভেন্ট থেকে বাদ পড়লেন যুক্তরাষ্ট্রের রেকর্ড স্বর্ণজয়ী জিমন্যাস্ট সিমোন বাইলস।
ওপেনিং ভল্টে নিষ্প্রভ পারফরম্যান্সের জন্য নারী দল থেকে ছিটকে গেছেন রিও অলিম্পিকে চার স্বর্ণজয়ী এই জিমন্যাস্ট।
আনইভেন বার, বিম এবং ফ্লোর এই তিন রুটিনে তাকে বাদ করেছে যুক্তরাষ্ট্র। বাইলসের বদলে নতুন একজন দলগত ইভেন্টের ফাইনালে খেলবেন। প্রথমবার এমনটা ঘটল এই জিমন্যাস্টের ক্যারিয়ারে।
পরে জিমন্যাস্টের আন্তর্জাতিক সর্বোচ্চ সংস্থা এক টুইট বার্তায় মঙ্গলবার জানায়, ‘এক রুটিন পর সিমন বাইলস নারী দলের ফাইনালে বিশ্রামে থাকছেন।’
এবার ছয়টি ফাইনালেই কোয়ালিফাই করেছেন যুক্তরাষ্ট্রের এই ক্রীড়াবিদ। কিন্তু আগের মতো ছন্দে দেখা যায়নি তাকে।
পরে জানা যায়, শারীরিকভাবে কিছুটা অস্বস্তিতে আছেন বাইলস। মঙ্গলবার মেডিক্যাল পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে যে, অলিম্পিকে খেলা চালিয়ে যাবেন কি না।
দল থেকে বিদায়ের পর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে সিমন বাইলস লেখেন, আমি অনুভব করছি যেন আমার ঘাড়ে পুরো পৃথিবীর ভার রয়েছে। আমি পাত্তা দিচ্ছি না এবং মনে হচ্ছে কোনো রকমের চাপ আমাকে প্রভাব ফেলছে না। কিন্তু কখনও কখনও এটা অনেক কঠিন। অলিম্পিক কোনো জোক নয়।’
তার বিশ্রামের দিনে এই ইভেন্টে হেরে যায় যুক্তরাষ্ট্র। স্বর্ণ জেতে রাশিয়ার দল।