টোকিও অলিম্পিকসের বাছাইপর্ব থেকেই বাদ পড়েছেন বাংলাদেশি শুটার আব্দুল্লাহ হেল বাকী। ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্বই পেরোতে পারেননি দেশসেরা শুটার।
রোববার আসাকা শুটিং রেঞ্জে নেমে ৪৭ শুটারের মধ্যে ৪২তম হন বাকী। স্কোর করেন ৬১৯.৮।
২০১৬ রিও অলিম্পিকসে এর চেয়ে বেশি স্কোর করেছিলেন বাকী। পাঁচ বছর আগে ব্রাজিলে তার স্কোর ছিল ৬২১.২ পয়েন্ট।
অলিম্পিকসের জন্য বিশেষ অনুশীলন করতে জার্মানিতে যাওয়ার কথা ছিল তার। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে ভিসা জটিলতায় শেষ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি তার।
এয়ার রাইফেলে বাছাইকৃত আটজনের সবশেষ স্কোর ছিল ৬২৯.২। বাকী সেই স্কোর থেকে ১০ পয়েন্টেরও বেশি পেছনে ছিলেন।
জাপানের ইয়াং হেওরন ৬৩২.৭ পয়েন্ট নিয়ে বাছাইপর্বে সর্বোচ্চ স্কোর করেন।