বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্কেইটবোর্ডিংয়ের স্বর্ণ জিতে হোরিগোমির ইতিহাস

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ জুলাই, ২০২১ ১৩:৪২

স্কেইটবোর্ডিংয়ে অলিম্পিক স্বর্ণ পাওয়া ইতিহাসের প্রথম অ্যাথলিট বনে গেছেন হোরিগোমি। রোববার ৩৭.১৮ পয়েন্ট স্কোর করে স্ট্রিট ইভেন্টে শিরোপা জিতে নেন। ব্রাজিলের কেলভিন হোয়েফলার জিতেছেন রৌপ্য আর যুক্তরাষ্ট্রের জ্যাগার ইটন পেয়েছেন ব্রোঞ্জ।

এবারই প্রথম অলিম্পিকসে স্কেইটবোর্ডিং অন্তর্ভুক্ত করা হয়েছে। পুরুষ ও নারীদের চারটি ইভেন্টে মোট ৪টি স্বর্ণপদকের জন্য লড়ছেন বিশ্বসেরা স্কেইটবোর্ডাররা। এর মধ্যে ইভেন্টের প্রথম স্বর্ণপদক পেয়ে ইতিহাস গড়েছেন জাপানের ইউতো হোরিগোমি।স্কেইটবোর্ডিংয়ে অলিম্পিক স্বর্ণ পাওয়া ইতিহাসের প্রথম অ্যাথলিট বনে গেছেন হোরিগোমি। রোববার ৩৭.১৮ পয়েন্ট স্কোর করে স্ট্রিট ইভেন্টে শিরোপা জিতে নেন। ব্রাজিলের কেলভিন হোয়েফলার জিতেছেন রৌপ্য আর যুক্তরাষ্ট্রের জ্যাগার ইটন পেয়েছেন ব্রোঞ্জ।ইভেন্টের চমক ছিল বিশ্বচ্যাম্পিয়ন স্কেটার নাইজাহ হাস্টনের পরাজয়। যুক্তরাষ্ট্রের এই ফেভারিট তারকা সপ্তম হয়েছেন।পুরুষদের পার্ক ও নারীদের স্ট্রিট ও পার্ক ইভেন্টগুলো হবে সোমবার।স্কেইটবোর্ডারদের মতো ইতিহাস গড়েছেন সার্ফাররাও। এবারই প্রথম অলিম্পিকসে অন্তর্ভুক্ত হয়েছে সার্ফিং। সুরিগাসাকি সার্ফিং বিচে রোববার শুরু হয় এই ইভেন্ট।প্রথম দিনে পুরুষদের হিটে সবচেয়ে ভালো টাইমিং ছিল ব্রাজিলের ইতালো ফেরেইরার। আর নারীদের মধ্যে হিটে প্রথম হন যুক্তরাষ্ট্রের কারিসো মুর।জাপানের উপকূলে ঝড়ের কারণে সার্ফিং বিচে ঢেউ এখন উত্তাল। ফলে সার্ফাররা আশা করছেন তারা দারুও কিছু কৌশল উপহার দিতে পারবেন দর্শকদের।

সার্ফিং ইভেন্টের আগে অনুশীলনের যুক্তরাষ্ট্রের সার্ফার কারিসা মুর। ছবি: এএফপি

জনপ্রিয় সার্ফার ও স্বাগতিক জাপানের হয়ে পদক জয়ে আশাবাদী কানোয়া ইগারাসির মতে ঢেউয়ের সঙ্গে যে দ্রুত মানিয়ে নিতে পারবে সাফল্য পাওয়ার সম্ভাবনা তারই বেশি।আল জাজিরাকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সবাই দাবি করে যে সমুদ্রকে তারা খুব ভালো ভাবে চেনে ও তারা সুবিধা পাবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রতিটা ঢেউ-ই আলাদা। যে সবার আগে মানিয়ে নিতে পারবে ও এই কন্ডিশনে যে সবচেয়ে ভালো সার্ফ করতে পারবে আমার মতে সেই জয়ী হওয়ার দাবিদার।’

এ বিভাগের আরো খবর