বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মৌসুম সেরা পারফরম্যান্স রোমানের, ব্যক্তিগত সেরা দিয়ার

  •    
  • ২৩ জুলাই, ২০২১ ১৫:২৫

অলিম্পিকে সেরা আর্চারদের মধ্যে প্রথম দিনে র‍্যাঙ্কিং রাউন্ডে ১৭তম হয়েছে রোমান সানা। নারীদের রিকার্ভ ইভেন্টে ক্যারিয়ার সেরা স্কোর করেন দিয়া। র‍্যাঙ্কিং পর্বে হয়েছেন ৩৬তম।

টোকিও অলিম্পিকে আর্চারির প্রথম দিনে দারুণ কেটেছে বাংলাদেশের। র‌্যাঙ্কিং রাউন্ডে মৌসুম সেরা পারফরম্যান্স এসেছে রোমান সানার কাছ থেকে। আর ব্যক্তিগত সেরা পারফর্ম করেছেন দিয়া সিদ্দিকী।

প্রথমবার অলিম্পিকে সুযোগ পেয়ে নিজেদের রাঙিয়েছেন এই দুই আর্চার।

অলিম্পিকে সেরা আর্চারদের মধ্যে প্রথম দিনে র‌্যাঙ্কিং রাউন্ডে ১৭তম হয়েছে রোমান সানা। এটা দেশসেরা আর্চারের ক্যারিয়ার সেরা না হলেও মৌসুম সেরা।

প্রথমার্ধে ৩৩৭ স্কোর করেন রোমান। দ্বিতীয়ার্ধে স্কোর করেন ৩২৫। সব মিলে ২৮টি পারফেক্ট দশ স্কোর করেন এই আর্চার। দুই অর্ধ মিলিয়ে ৬৬২ স্কোর করেন রোমান।

শেষ ৩২-এ ২৭ জুলাই ইংল্যান্ডের আর্চার হল টমের বিপক্ষে লড়বেন রোমান। এদিকে নারীদের রিকার্ভ ইভেন্টে ক্যারিয়ার সেরা স্কোর করেন দিয়া। র‌্যাঙ্কিং পর্বে হয়েছেন ৩৬তম। প্রথমার্ধে ৩০৭ স্কোর করে দ্বিতীয়ার্ধে করেন ৩২৮ পয়েন্ট। সব মিলে ১৯ পারফেক্ট দশ স্কোর করে দিয়ার পয়েন্ট দাঁড়ায় ৬৩৫।

২৯ জুলাই বেলারুশের কারিনা জিওমিনস্কায়ার বিপক্ষে শেষ ৩২ এর খেলায় নামবেন দিয়া সিদ্দিকী।

এ বিভাগের আরো খবর