মাত্রই উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন। এবারে টেনিস বিশ্বকে রজার ফেডেরার জানালেন টোকিও অলিম্পিকসে খেলবেন না।
এই বছরের শুরুতে হাঁটুর সার্জারি করান এই কিংবদন্তি। সেই চোটের ধকল এখনও কাটেনি তার। যে কারনে বাড়তি বিশ্রাম প্রয়োজন এই সুইস তারকার।
এক টুইট বার্তায় মঙ্গলবার নিজেই বিষয়টি জানিয়েছেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম ফেডেরার।
টুইটারে তিনি লেখেন, ‘ঘাসের কোর্টে দুর্ভাগ্যক্রমে আমার হাঁটুতে ব্যাথা পাই। আমি মেনে নিয়েছি যে, এবার টোকিও অলিম্পিকস গেমস থেকে আমাকে সরে আসতে হচ্ছে। আমি অত্যন্ত হতাশ, যেহেতু প্রতিবারই আমি সুইজারল্যান্ডের প্রতিনিধিত্ব করেছি এটা আমার ক্যারিয়ারের জন্য সম্মান।’
পরের গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের জন্য নিজেকে প্রস্তুত করতে চান তিনি। এরই মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে দিয়েছেন বলে জানান ফেডেরার।
সুইস তারকা জানান, ‘এই গ্রীষ্মের শেষের দিকে এই সফরে ফিরে আসার আশার জন্য আমি ইতোমধ্যে পুনর্বাসন শুরু করেছি। পুরো সুইস দলকে শুভকামনা জানাই ও দূর থেকে সমর্থন জুগিয়ে যাব।’
অলিম্পিকসের একক স্বর্ণ জেতা হয়নি ফেডেরারের। তবে স্টানিসলাস ভাভরিঙ্কাকে নিয়ে ডাবলসে ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে স্বর্ণ জেতেন সর্বকালের সেরা এই টেনিস খেলোয়াড়। ২০১২ সালের লন্ডন অলিম্পিকস এককে অ্যান্ডি মারের কাছে হেরে রৌপ্য পদক জেতেন ফেডেরার।
এখন র্যাঙ্কিংয়ে নয়ে অবস্থান করছেন তিনি। আগস্টের ৮ তারিখ ৪০ ছুঁতে যাচ্ছেন। পরে কখনও আর অলিম্পিকসে খেলার আশা খুবই ক্ষীণ। তার ওপর গত বছরে দুবার হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন এই টেনিস মহাতারকা।