বাংলাদেশ হকি ফেডারেশনের প্রথম সাধারণ সম্পাদক ও ওয়ারী ক্লাবের উপদেষ্টা মাহমুদুর রহমান মোমিন আর নেই।
সোমবার দুপুর ২টা ৩০মিনিটে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত এই হকি সংগঠক।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন মোমিন।
সোমবার বাদ মাগরিব মরহুমের প্রথম জানাজা মগবাজারস্থ গাবতলী মসজিদে অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়ারী ক্লাবে দ্বিতীয় জানাযা শেষে আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
মোমিনের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এছাড়া শোক জানিয়ে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।