বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস ২ জুলাই। দেশব্যাপি করোনাভাইরাস মহামারির কারণে চলমান শাটডাউনে ক্রীড়া সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ভিন্ন ভিন্ন বার্তায় স্মরণ করেছে দিবসটি।১৯২৪ সালের ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ৭০ বছর পর ১৯৯৪ সাল থেকে বিশ্বব্যাপী দিনটিকে ‘বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস’ হিসেবে পালন করা হয়ে আসছে।বিশেষ দিনটি উপলক্ষে বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বার্তায় ক্রীড়া সাংবাদিকদের বিশেষ অবদানের কথা স্মরণ করে বোর্ড।বিসিবির পক্ষ থেকে বোর্ডের মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, ‘বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে আমি বাংলাদেশের সেই সব ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানাতে চাই যারা নিজেদের আবেগ, নিবেদন, পরিশ্রম ও দায়বদ্ধতা দিয়ে ক্রীড়াকে নতুন একটা মাত্রা দিয়েছেন।’বিসিবির পক্ষ থেকে ক্রীড়া সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে ইউনুস বলেন, ‘পুরো বিশ্বের লাখ লাখ মানুষের কাছে ক্রীড়া নতুন আশা, সুখ ও আনন্দ নিয়ে আসে। যে কারণে আমরা ক্রীড়া সাংবাদিকদের তাদের অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ জানাতে চাই। সবাইকে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসের শুভেচ্ছা।’দিবসটি উপলক্ষে পৃথক বার্তা দিয়েছে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে বড় দুই সংস্থা বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ)।
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে বিসিবির শুভেচ্ছা
১৯২৪ সালের ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ৭০ বছর পর ১৯৯৪ সাল থেকে বিশ্বব্যাপী দিনটিকে ‘বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস’ হিসেবে পালন করা হয়ে আসছে।
-
ট্যাগ:
- বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস
এ বিভাগের আরো খবর/p>