রেকর্ড ২১ নম্বর গ্র্যান্ড স্ল্যাম ও নবম উইম্বলডন জিততেই এবারে ইংল্যান্ডে পা রেখেছেন রজার ফেডেরার। প্রথম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হন অখ্যাত ফ্রেঞ্চ আদ্রিয়ান মানারিনোর।
ষষ্ঠ বাছাই সুইস কিংবদন্তি ঘাম ঝরিয়ে ছাড়েন অবাছাই এই ফ্রেঞ্চ। শুরুর সেট হারেন ৬-৪ গেমে।
দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান মানারিনো। সেট নিয়ে যান টাইব্রেক পর্যন্ত। ৭-৬ (৭-৩) গেমে সেট জিতে ম্যাচে ফেরেন।
তৃতীয় সেটও যায় মানারিনোর পকেটে। ৬-৩ গেমে সেট জিতে ম্যাচে ২-১ ব্যবধানে লিড নেন গ্রেট ফেডেরারের বিপক্ষে। সবাই তখন কোনো অঘটনের আঁচ করছিলেন।
চতুর্থ সেটে স্বভাবজাত স্ট্রোক প্লে দিয়ে নিজেকে চেনান ফেডেরার। মানারিনোকে পাত্তা না দিয়ে ৬-২ গেমে সেট জিতে সমতা ফেরান ম্যাচে।
তবে ফেডেরার যখন ৪-২ গেমে এগিয়ে ছিলেন তখন ম্যাচের সপ্তম গেমে হাঁটু মচকে যায় মানারিনোর। ব্যাথা নিয়ে সেট শেষ করেন। তবে ম্যাচে আর চালিয়ে যেতে পারেননি।
পঞ্চম সেটের আগেই আহত অবসর নেন ৩৩ বছর বয়সী ফরাসি অবাছাই।
ফেডেরার ৬-৪, ৬-৭ (৩-৭), ৩-৬, ৬-২ গেমে ম্যাচে ওয়াকওভার পান।ম্যাচ শেষে ফেডেরার প্রশংসা করেছেন মানারিনোর। অনকোর্ট সাক্ষাৎকারে ৪০ বছরের এই সুইস কিংবদন্তি বলেন তার চেয়ে ম্যাচে মানারিনোই ভালো খেলেছেন।তিনি বলেন, ‘একটা শট যে এভাবে ম্যাচের গতিপথ পালটে দেবে, কারও মৌসুম ও ক্যারিয়ার ব্যাহত করবে এটা সত্যিই দুঃখজনক। আমি আশা করব সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমার শুভেচ্ছা রইল মানারিনোর প্রতি। ও আজকে আমার চেয়ে ভালো খেলেছে। আমার ভাগ্য ভালো ছিল।‘এমনটা হয় আসলে। ওয়াকওভার কেউই চায়না আর কারও সঙ্গে এমনটা হোক সেটাও কাম্য নয়। আমি আনন্দিত যে এখানে আরেকটা ম্যাচ খেলতে পারব। আজকে খেলে ভালো লেগেছে। লড়াইটা উপভোগ করেছি।’