বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপে দলীয় ইভেন্টে হার বাংলাদেশি আর্চারদের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ জুন, ২০২১ ২০:৫৫

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রাম কৃষ্ণ সাহা ৫-১ সেট পয়েন্টে যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হন। নারী বিভাগে একই ইভেন্টের প্রি কোয়ার্টারে দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও মেহেনাজ আক্তার মনিরা ৬-২ সেট পয়েন্টে মেক্সিকোর কাছে হার মানেন।

২০১২ আরচারি বিশ্বকাপে বাজে একটি দিন কাটিয়েছে বাংলাদেশ। আজ নারী ও পুরুষ এককের দলীয় ইভেন্ট ছিল। দুই বিভাগেই হেরে গেছে সানা-সিয়া সিদ্দিকিরা।

স্টেজ-থ্রি এর এলিমিনেশন রাউন্ডে রিকার্ভ ইভেন্টে পুরুষ ও নারী একক, মিশ্র দ্বৈতে হারের পর, শনিবার সকালে রিকার্ভ দলগত বিভাগেও পরাজিত হয়েছে বাংলাদেশ আরচারি দল।এককে ১/৪৮ ও মিশ্র দ্বৈতে ১/২৪ এর খেলায় বিদায় নিলেও দলীয় ইভেন্টে প্রি কোয়ার্টার পর্যন্ত আসতে পেরেছে লাল সবুজের প্রতিনিধিরা।রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রাম কৃষ্ণ সাহা ৫-১ সেট পয়েন্টে যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হন।এর আগে তারা তুরস্ককে হারিয়ে প্রি কোয়ার্টারে কোয়ালিফাই করে।নারী বিভাগে একই ইভেন্টের প্রি কোয়ার্টারে দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও মেহেনাজ আক্তার মনিরা ৬-২ সেট পয়েন্টে মেক্সিকোর কাছে হার মানেন। বাংলাদেশ নারী বিভাগে স্লোভেনিয়াকে হারিয়ে প্রি কোয়ার্টার নিশ্চিত করেছিল।

এ বিভাগের আরো খবর