ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে আজ রাতে নামছে এ ও বি-গ্রুপের দলগুলো। সন্ধ্যা সাতটায় বি-গ্রুপের ম্যাচে ফিনল্যান্ডের মুখোমুখি হচ্ছে রাশিয়া। একই গ্রুপে রাত ১০টার ম্যাচে তুরস্কের প্রতিপক্ষ ওয়েলস। আর রাত একটায় এ-গ্রুপের লড়াইয়ে ইতালির বিপক্ষে মাঠে নামছে সুইজারল্যান্ড।
ইউরো ২০২০
ফিনল্যান্ড বনাম রাশিয়া - সন্ধ্যা ৭টা
তুরস্ক বনাম ওয়েলস – রাত ১০টা
ইতালি বনাম সুইজারল্যান্ড – রাত ১টা