ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করেছেন ওয়ার্ল্ড নাম্বার টু নেওমি ওসাকা। সংবাদ মাধ্যমকে বয়কটের জন্য তাকে জরিমানা করায় এমন সিদ্ধান্ত নিলেন এই জাপানিজ তারকা।
নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে এক বার্তায় সোমবার রাতে ওসাকা জানান, তিনি নাম প্রত্যাহার করে নেয়ায় সবাই এখন টেনিসের দিকে মনোযোগ দিতে পারবে।
তিনি আরও বলেন, ‘আমি কখনও কারও ক্ষোভের কারণ হতে চাইনি। আমি স্বীকার করছি যে আমার এমন পদক্ষেপের সময়টা হয়তো ভুল ছিল বা আমার বক্তব্য আরও পরিষ্কার হতে পারত। তবে আমি কখনই মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব কমাব না বা একে হালকা করে দেখব না।’
বছরের একমাত্র ক্লে-কোর্ট গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে ওসাকা জানান পুরো টুর্নামেন্টে তিনি কোনো প্রেস কনফারেন্সে অংশ নেবেন না। কথা বলবেন না কোনো মিডিয়ার সঙ্গে। টুর্নামেন্ট চলাকালীন প্রেস কনফারেন্সে অংশ নেয়া বা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা মানসিক চাপ তৈরি করে একজন খেলোয়াড়ের ওপর, এটাই ছিল নারী এককে ওয়ার্ল্ড নাম্বার টুর যুক্তি।টেনিস ও অন্যান্য খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতা তৈরির জন্য এমন পদক্ষেপ নেন ওসাকা। তবে এমন সিদ্ধান্ত কাল হয়ে দাঁড়ায় তার জন্য। ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ তাকে জরিমানা করে সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলার জন্য।ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে রোমানিয়ার পাত্রিসিয়া মারিয়ার বিপক্ষে ৬-৪, ৭-৬ (৭-৪) গেমের সরাসরি জয় পান ওসাকা। তারপর পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন না। যেটি ভালোভাবে নেয়নি ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ।রোববার ১৫ হাজার ডলার (১২লাখ ৭৫হাজার টাকা) জরিমানা করা হয় এই জাপানি তারকাকে। গ্র্যান্ড স্ল্যাম কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে ওসাকাকে জানিয়েছে ভবিষ্যতে এমন আচরণের জন্য তাকে নিষিদ্ধ করা হতে পারে সকল গ্র্যান্ড স্ল্যাম থেকে।বিবৃতিতে বলা হয়, ‘গ্র্যান্ড স্ল্যামের অন্যতম নিয়ম হচ্ছে খেলোয়াড়দের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা। ম্যাচের ফল যাই হোক না কেনো এটা একজন খেলোয়ারের দায়িত্ব যাতে করে তিনি নিজে, ফ্যানরা ও সামগ্রিকভাবে খেলাটি লাভবান হয়। আমরা নেওমি ওসাকাকে জানিয়েছি তিনি যদি টুর্নামেন্ট জুড়ে মিডিয়াকে বয়কট করতে থাকেন তাহলে কোড অফ কন্ডাক্ট ভঙ্গের শাস্তির মুখোমুখি করবেন নিজেকে।‘এই ঘটনার পুনরাবৃত্তি হহলে আর কঠিন শাস্তি পেতে হতে পারে। যার মধ্যে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের পাশাপাশি অন্যান্য গ্র্যান্ড স্ল্যাম থেকে বহিষ্কার ও আরও বড় অঙ্কের জরিমানার তদন্ত শুরু হতে পারে।’ওসাকা তখন কোনো আনুষ্ঠানিক জবাব দেননি। রোববার রাতে এক টুইটে তিনি লিখেছেন, ‘পরিবর্তন মানুষকে অস্বস্তিতে ফেলে।’
তার ২৪ ঘণ্টার মধ্যেই নিজেকে সরিয়ে নিলেন ফ্রেঞ্চ ওপেন থেকে। ক্যারিয়ারে এখন পর্যন্ত চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ২৩ বছর বয়সী ওসাকা। যার সবশেষটি এসেছে এই বছর অস্ট্রেলিয়ান ওপেনে।