বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অলিম্পিকে পদকজয়ী খুনের অভিযোগে গ্রেপ্তার

  •    
  • ২৪ মে, ২০২১ ১৪:৩৯

সুশীল ও আরও কয়েকজন কুস্তিগিরের সঙ্গে গত ৪ মে দিল্লির কুস্তি একাডেমিতে সাগরের বিবাদ হয়। এরপর সুশীল ও তার সহযোগীরা পিটিয়ে সাগরকে রক্তাক্ত করে ফেলে রেখে চলে যান। পরে তার মৃত্যু হয়। ওই ঘটনায় আরও দুজন কনিষ্ঠ কুস্তিগির আহত হন।

অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির সুশীল কুমার ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

কনিষ্ঠ কুস্তিগির সাগর ধনকরের হত্যার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে সুশীলকে রোববার দিল্লির মুন্ডকা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়।

পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়, সাগর কুমারের সঙ্গে ৪ মে রাতে দিল্লির কুস্তি একাডেমিতে সুশীল ও আরও কয়েকজন কুস্তিগিরের বিবাদ হয়। সেই বিবাদে সুশীল ও তার সহযোগীরা সাগরকে পিটিয়ে জখম করে ফেলে চলে যায়। পরে তার মৃত্যু হয়। ওই ঘটনায় আরও দুজন কনিষ্ঠ কুস্তিগির আহত হন।

৩২ বছর বয়সী সাগর নিহতের ঘটনায় তদন্তে নামে পুলিশ। তখন থেকেই ৩৮ বছর বয়সী সুশীল গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। এই পুরোটা সময় সুশীল দিল্লি, উত্তরাখন্ড, উত্তর প্রদেশ ও হরিয়ানায় লুকিয়ে ছিলেন। তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ার পরই গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর রোববার বিকেলেই সুশীলকে আদালতে নেয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদে আদালত ছয় দিনের পুলিশ হেফাজতে পাঠায়।

এ দিন আদালতের ভিতরেই পুলিশ সুশীলকে ৩০ মিনিট ধরে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি করার পর জিজ্ঞাসাবাদে আরও ১২ দিনের হেফাজতে চায়।

আদালতে সুশীলের আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন। কিন্তু শুনানি শেষে বিচারক জানান, তার বিরুদ্ধে যে পরোয়ানা জারি হয়েছিল তা জামিন অযোগ্য। এরপর তাকে জামিন না দিয়ে ছয় দিনের পুলিশ হেফাজতে পাঠানোর আদেশ দেয়া হয়।

সুশীলের বিরুদ্ধে যে এফআইআর করা হয় সেখান ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারা উল্লেখ করা হয়।

সেই সঙ্গে গ্যাংস্টার হিসেবে পরিচিত সন্দ্বীপ অ্যালাইস ওরফে কালা জিতেদির সঙ্গে সুশীলের কোনো যোগাযোগ আছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

এ বিভাগের আরো খবর