বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপ স্বর্ণ জেতা হল না বাংলাদেশের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৩ মে, ২০২১ ১৬:০৩

সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত ইভেন্টের ফাইনালে নেদারল্যান্ডের মিক্সড ডাবলস জুটির কাছে হেরে যান বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি।

আর্চারি বিশ্বকাপে স্বর্ণ জয় করা হলো না বাংলাদেশের। রিকার্ভ মিক্সড ইভেন্টের ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে গেছে বাংলাদেশ।

সুইজারল্যান্ডের লুসানে অনুষ্ঠিত ইভেন্টের ফাইনালে নেদারল্যান্ডের মিক্সড ডাবলস জুটি ফন ডেন বার্গ ও ক্লোসার গ্যাব্রিয়েলা জুটির কাছে হেরে যান বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি।

এদিন অনুজ্জ্বল পারফরম্যান্সে সেফ ভন ডেন বার্গ ও গ্যাব্রিয়েলা শ্লোসার জুটির কাছে ৫-১ সেট পয়েন্টে হার মানেন রোমান ও দিয়া জুটি।

র‍্যাঙ্কিংয়ের ১৭তম অবস্থানে থাকা বাংলাদেশ লড়াই জমাতে পারেনি দুইয়ে থাকা নেদারল্যান্ডসের সঙ্গে। প্রথম সেটে ৩৬-৩০ ব্যবধানে পরাস্ত হন রোমান ও দিয়া। দ্বিতীয় সেট টাই হয় ৩৫-৩৫ ব্যবধানে। কিন্তু বাংলাদেশের আর্চারদের ম্যাচে ফেরার ইঙ্গিত টেকেনি বেশিক্ষণ। তৃতীয় সেটে ৩৭-৩৪ ব্যবধানে জয়ী হয়ে সেরা হওয়ার উল্লাসে মাতে ডাচরা।

এলিমিনেশন রাউন্ডে ৫-৩ সেটে ইরানের আর্চারদের হারায় বাংলাদেশের রোমান ও দিয়া জুটি। পরের রাউন্ডে জার্মানির বিপক্ষে জয় পায় বাংলাদেশ। এই রাউন্ডে রোমান ও দিয়া জেতেন ৫-১ ব্যবধানে। এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় দুই আর্চারের।

কোয়ার্টারে স্পেনকে হারাতে বেগ পেতে হয় তাদের। টাইব্রেকারে ৫-৪ সেটে স্পেনকে হারিয়ে শেষ চারে ওঠে বাংলাদেশ। সেমিতে ক্যানাডার বিপক্ষে জয়ে ফাইনাল নিশ্চিত করেছে রোমান দিয়া জুটি।

তবে বিশ্বকাপ আর্চারির ফাইনালে রানার আপ হওয়া আর্চারির সবচেয়ে বড় টুর্নামেন্টে এটাই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ অর্জন।

এ বিভাগের আরো খবর