সুইজারল্যান্ডের আর্চারি বিশ্বকাপে শিরোপা জয়ের সম্ভাবনা ধরে রেখেছে বাংলাদেশ। লুসানের প্রতিযোগিতার রিকার্ভ মিক্সড টিম ইভেন্টের ফাইনালে উঠেছেন বাংলাদেশের দুই আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকী।সেমিফাইনালে ক্যানাডাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ১৭ নম্বর র্যাঙ্কিংয়ের বাংলাদেশ। সেমিতে ৫-৩ সেটে জিতেছেন রোমান ও দিয়া।বৃহস্পতিবার এলিমিনেশন রাউন্ডে ৫-৩ সেটে ইরানের আর্চারদের হারায় বাংলাদেশের রোমান ও দিয়া জুটি। পরের রাউন্ডে জার্মানির বিপক্ষে জয় পায় বাংলাদেশ। এই রাউন্ডে রোমান ও দিয়া জেতেন ৫-১ ব্যবধানে। এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় দুই আর্চারের।কোয়ার্টারে স্পেনকে হারাতে বেগ পেতে হয় তাদের। টাইব্রেকারে ৫-৪ সেটে স্পেনকে হারিয়ে শেষ চারে ওঠে বাংলাদেশ। সেমিতে ক্যানাডার বিপক্ষে জয়ে ফাইনাল নিশ্চিত করেছে রোমান দিয়া জুটি।
ছেলেদের এককের তৃতীয় রাউন্ডে নক আউট হন রোমান। আর নারী এককের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যান দিয়া। তবে, মিশ্র দ্বৈতে দুই জন পৌছে গেছেন ফাইনালে।বাংলাদেশের আর্চাররা এশিয়ান গ্রঁ-প্রিঁ ও দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন। বিশ্ব মঞ্চে স্বর্ণ জেতার সম্ভাবনা এই প্রথম। রোববার ফাইনালে স্বর্ণপদকের জন্য লড়বে বাংলাদেশ। ফাইনালে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে স্বর্ণপদকের ম্যাচ।