ক্যারিয়ারের দশম ইতালিয়ান ওপেন জিতেছেন রাফায়েল নাদাল। ফাইনালে নোভাক জকোভিচকে ২-১ সেটে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেন এই স্প্যানিয়ার্ড।রোমে শুরু থেকেই সমানে সমান লড়াই করতে থাকেন দুই অভিজ্ঞ তারকা। প্রথম সেট ৫-৫ সমতায় থাকা অবস্থায় জকোভিচের সার্ভিস ব্রেক করে এগিয়ে যান নাদাল। ৭-৫ গেমে জিতে নেন প্রথম সেট।দ্বিতীয় সেটে প্রাধান্য ছিল জকোভিচের। নাদালকে সুযোগ না দিয়ে ৬-১ গেমে সেট জিতে সমতা ফেরান ম্যাচে।তৃতীয় সেটের পঞ্চম গেমে ভুল করে বসেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান জকোভিচ। নাদালের বিপক্ষে দুটো ব্রেক পয়েন্ট হাতছাড়া করেন তিনি। ৬-৩ গেমে সেট জিতে ২ ঘণ্টা ৪৯ মিনিটে ম্যাচ জিতে নেন নাদাল।৩০ জুন ফ্রেঞ্চ ওপেনের আগে ক্লে কোর্টের ইতালিয়ান ওপেন জিতে প্রস্তুতি সেরে রাখলেন ১৩ বার ফ্রেঞ্চ ওপেন জয়ী। ম্যাচ শেষে নাদাল বলেন, ‘একটা পজিটিভ সপ্তাহ কাটালাম। ভালো লাগছে।’ক্লে কোর্টের কিংবদন্তি নাদাল আরও জানান রোমে ১০টি শিরোপা জয়ের দিকে দীর্ঘদিন নজর ছিল তার।‘আমি আসলেই এটা জিততে চেয়েছিলাম। আমার ক্যারিয়ারের প্রথম বড় শিরোপা এটাই ছিল। আমি মন্টে কার্লো, বার্সেলোনা ও রোলাঁ গাঁরোয় ১০টার বেশি শিরোপা জিতেছি। এখানেও তেমনতা হোক সেটা চাচ্ছিলাম।’জকোভিচের বিপক্ষে এটা ছিল নাদালের ৫৭তম ম্যাচ। ফাইনাল হারের পরও জকোভিচ এগিয়ে ২৯-২৮ ম্যাচে।নারী এককের শিরোপা জিতেছেন ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ইগা স্ফিয়নটেক। ১৫ তম বাছাই এই পোলিশ তারকা মাত্র ৪৫ মিনিট সময় নেন শিরোপা নিশ্চিত করতে।ফাইনালে চেক রিপাবলিকের নবম বাছাই ক্যারোলিনা প্লিসকোভাকে ৬-০, ৬-০ গেমে উড়িয়ে দেন ১৫তম বাছাই স্ফিয়নটেক।পুরো ম্যাচে মাত্র চারটি পয়েন্ট জিতেছেন প্লিসকোভা। ম্যাচশেষে স্ফিয়নটেক জানান শিরোপা জেতাটা তার জন্য ছিল অবিশ্বাস্য এক অনুভূতি।‘আমি অত্যন্ত আনন্দিত। টুর্নামেন্ট শুরুর আগে আমার স্বপ্নেও ছিল না যে এটা আমি জিততে পারি।’
জকোভিচকে হারিয়ে ইতালিয়ান ওপেন নাদালের
ফাইনালে নোভাক জকোভিচকে ২-১ সেটে হারিয়ে শিরোপা উঁচিয়ে নাদাল। নারী এককের শিরোপা জিতেছেন ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ইগা স্ফিয়নটেক।
-
ট্যাগ:
- নাদাল
এ বিভাগের আরো খবর/p>