বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১২ দিন বন্দি থেকে ঈদের দুপুরে ফিরলেন শুভ

  •    
  • ১৪ মে, ২০২১ ২১:২৩

২ মে কোর্স সমাপ্তির শিডিউল থাকায় দেশে ফিরতে পারেননি শুভ। তার কোর্স ছিল পাতিয়ালায়। কোর্স শেষ করে সেখান থেকে কলকাতায় চলে যান তিনি। কলকাতা থেকে আগরতলা যান। আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছান।

অবশেষে ঈদের দিন দেশে ফিরেছেন করোনাভাইরাসের প্রকোপে ভারতে ১২ দিন আটকে থাকা জাতীয় হকি দলের সাবেক স্ট্রাইকার ও বিকেএসপির কোচ মওদুদুর রহমান শুভ।

শুক্রবার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন সাবেক এই খেলোয়াড় নিজেই।

শুভ লেখেন, ‘আলহামদুলিল্লাহ অবশেষে বাংলাদেশে। কৃতজ্ঞতা বিকেএসপি প্রশাসন, রোকন স্যার, মন্টু দাদা , ইউসুফ ভাই (বাহফে), শামীম ভাই (দাবা ফেডারেশন), প্রিয় বড়, ছোট ভাই ও বন্ধুরা এবং সাংবাদিক ভাইয়েরা। আপনাদের দোয়া ও চেষ্টায় আজ দেশে পৌঁছালাম।’

স্পোর্টস অথরিটির অফ ইন্ডিয়ার (সাই) অধীনে স্পোর্টস ডিপ্লোমা ইন কোচিং কোর্স করতে গত ১৩ এপ্রিল ভারতে গিয়েছিলেন শুভ। সঙ্গে দেশের আরও দুই কোচও গিয়েছিলেন একই সময়ে। বাকী দুই কোচ হলে হকির বিপ্লব ও টিটি কোচ তীর্থ।

২৬ এপ্রিল সীমান্ত বন্ধের আগেই প্রবেশ করেন এই দুই কোচ। ২ মে কোর্স সমাপ্তির শিডিউল থাকায় দেশে ফিরতে পারেননি শুভ। তার কোর্স ছিল পাতিয়ালায়। কোর্স শেষ করে সেখান থেকে কলকাতায় চলে যান তিনি। কলকাতা থেকে আগরতলা যান। আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছান।

দুই দেশেই ঈদের দিনটি কেটেছে শুভর। বলেন, ‘সকালে আগরতলায় একটা মসজিদে ঈদের নামাজ আদায় করি। পরে দুপুরে ব্রাহ্মণবাড়িয়াতে পৌঁছাই। এখানে একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে আমাকে।’

১২ দিন আটকে থেকে শেষ পর্যন্ত কয়েকধাপে চিঠি চালাচালির এক পর্যায়ে দেশে ফিরতে সমর্থ হয়েছেন শুভ।

কৃতজ্ঞতা জানাতে ভুললেন না তিনি। লেখেন, ‘কৃতজ্ঞতা শাহরিয়ার ভাই (পররাষ্ট্র প্রতিমন্ত্রী), হাইকমিশন আগরতলা। ফয়সাল আহসান উল্লাহ ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনার জন্যই সবকিছু সহজে হয়ে গেল। পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। ঈদ মোবারক।’

মে মাসের শেষ সপ্তাহে কোর্সে অনলাইন পরীক্ষা রয়েছে হকির এই কোচের। পরীক্ষাটি বিকেএসপি থেকে দিতে চান তিনি। বলেন, ‘ঈদের পর অফিস খুললে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি পত্র পেলে বিকেএসপিতে গিয়ে কোয়ারেন্টিন করতে পারব। সেখান থেকে আমার পরীক্ষা দিতে সুবিধা হবে।’

এ বিভাগের আরো খবর