লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডসে ২০২০ সালের সেরা ক্রীড়াবিদের পুরষ্কার জিতে নিয়েছেন নেওমি ওসাকা। জাপানিজ এই টেনিস তারকা ২০২০ সালের ইউএসওপেন জেতেন। প্রতি বছরের মতো এবারও দেয়া হয়েছে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরষ্কার। স্পেনের সেভিলে অনুষ্ঠিত হয় এবারের লরিয়াস অ্যাওয়ার্ডস।পুরুষ অ্যাথলিটদের মধ্যে এই পুরষ্কার জিতেছেন রাফায়েল নাদাল। গত বছর ফ্রেঞ্চ ওপেন জিতে নেন এই স্প্যানিয়ার্ড। ১২তম বারের মতো ফ্রেঞ্চ ওপেন জিতে একটি গ্র্যান্ড স্ল্যাম সর্বোচ্চবার জেতার রেকর্ড গড়েন ও রজার ফেডেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করেন।
নাদালের পুরষ্কার জেতায় বিশেষ ভিডিও বার্তা পাঠান লিওনেল মেসি। আর্জেন্টাইন এ সুপারস্টার নাদালকে পুরষ্কার জেতার পাশপাশি পরিশ্রম ও দীর্ঘ ক্যারিয়ারের জন্য শুভেচ্ছা জানান।ওসাকাকে গ্র্যান্ড স্ল্যাম জয়ের পাশাপাশি গত বছর যুক্তরাষ্ট্রে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সময় সোচ্চার থাকায় এই পুরষ্কারের জন্য মনোনীত করা হয় বলে জানায় লরিয়াস কর্তৃপক্ষ।পুরষ্কার জেতার পর প্রতিক্রিয়ার ওসাকা জানান, ‘আমার নিজের সোচ্চার হওয়াটা জরুরী। প্রায়ই মনে হয় লোকে কী বলবে সেটা ভেবে আমি নিজেকে গুটিয়ে রাখি। কিন্তু যেহেতু আমি একটা মঞ্চ পেয়েছি সেটাকে ব্যবহার করাটা গুরুত্বপূর্ণ। আমার লক্ষ্য হচ্ছে যতটা সম্ভব মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসা ও নিজেকে আরও উন্নত একজন মানুষে রূপান্তর করা।’গত কয়েক মৌসুম যাবৎ সমাজসেবা মূলক কাজের জন্য বিশেষ ‘স্পোর্টিং ইনস্পিরেশন’ পুরষ্কার পেয়েছেন ইজিপিশিয়ান তারকা ফুটবলার মোহামেদ সালাহ।ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতায় বছরের সেরা দলের পুরষ্কার জিতেছে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগ জেতার পাশাপাশি ঘরোয়া বুনডেসলিগা ও জার্মান কাপের শিরোপা জিতে নেয় বাভারিয়ান জায়ান্টরা।বার্সেলোনার পর দ্বিতীয় ফুটবল ক্লাব হিসেবে দুইবার ট্রেবল গড়ার রেকর্ড গড়ে বায়ার্ন।বছরের সেরা নতুন তারকার পুরষ্কার পেয়েছেন অ্যামেরিকান ফুটবল দল ক্যানসাস সিটি চিফসের প্যাট্রিক মাহোমেস। এনএফএল মৌসুমের ফাইনালে ট্যাম্পা বে বাকানিয়ার্সের কাছে তার দল শিরোপা খোয়ালেও, পুরো মৌসুম দারুণ ফর্মে ছিলেন এই কোয়ার্টার ব্যাক।আর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেয়া হয়েছে টেনিস কিংবদন্তি বিলি জিন কিংকে।২০০০ সাল থেকে প্রতিবছর খেলাধুলার নানা ক্ষেত্রে অবদানের জন্য জার্মানির লরিয়াস স্পোর্ট ফর গুড ফাউন্ডেশন এই পুরষ্কার দিয়ে আসছে।