বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপ দিয়ে অলিম্পিকে চোখ রোমানদের

  •    
  • ৬ মে, ২০২১ ২১:১৭

সুইজারল্যান্ডে আর্চারি বিশ্বকাপে এবার খেলবেন দেশের আট তিরন্দাজ। পরের মাসের ২১-২৭ জুন থেকে প্যারিসে অলিম্পিকের বাছাইপর্ব। বিশ্বকাপকে অলিম্পিকের বাছাইয়ে জন্য সবচেয়ে বড় মঞ্চ হিসেবে দেখছেন খেলোয়াড়রা।

সুইজারল্যান্ডে ১৫-২২ মে আর্চারি বিশ্বকাপ সামনে রেখে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ স্টেডিয়ামে অনুশীলন করছেন রোমান সানারা। করোনা বিরতির মধ্যে প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন আর্চাররা। এই টুর্নামেন্ট দিয়ে অলিম্পিকে চোখ রাখছেন রোমান-অসীম-বিউটিরা।

সুইজারল্যান্ডে আর্চারি বিশ্বকাপে এবার খেলবেন দেশের আট তিরন্দাজ। পরের মাসের ২১-২৭ জুন থেকে প্যারিসে অলিম্পিকের বাছাইপর্ব। বিশ্বকাপকে অলিম্পিকের বাছাইয়ে জন্য সবচেয়ে বড় মঞ্চ হিসেবে দেখছেন খেলোয়াড়রা।

এবার সরাসরি অলিম্পিকে খেলবেন রোমান সানা। রিকার্ভ ইভেন্টে খেলবেন তিনি। সাত তিরন্দাজকে পুরুষ দলগত, মেয়েদের একক ও দলগত ইভেন্টে বাছাইপর্ব খেলে অলিম্পিকের যোগ্যতা অর্জন করতে হবে।

সেই লক্ষ্য নিয়ে আর্চারদের অনুশীলন করিয়ে যাচ্ছেন হেড কোচ মার্টিন ফ্রেডরিক।

এবার অলিম্পিকে বড় ভরসার নাম রোমান। সম্প্রতি দেশের দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে হতাশাজনক পারফরম্যান্স চিন্তার ভাঁজ ফেলেছে কোচের কপালে।জাতীয় আর্চারিতে নিজের ইভেন্টে ব্রোঞ্জ আর বাংলাদেশ গেমসে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন দেশসেরা এই আর্চার।

বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের ট্রায়ালে আশা খুঁজে পাচ্ছেন আনসারের এই আর্চার। ট্রায়ালে তিনিই ছিলেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। ধীরে ধীরে নিজের বিশ্বসেরা ফর্ম খুঁজে পাচ্ছেন রোমান।

সম্প্রতি ৩৬০- এর মধ্যে সর্বোচ্চ ৩৪১ পয়েন্ট স্কোর করেন তিনি। নিজের ফর্ম ফিরে পেয়ে উচ্ছ্বসিত রোমান বলেন, ‘ট্রায়ালে এক নম্বর হওয়াটা আমার জন্য চ্যালেঞ্জের ছিল। কোচের পরামর্শমতো কাজ করে আগের ফর্মে ফিরেছি। নিয়মিত টুর্নামেন্ট খেললে আত্মবিশ্বাস আরও বাড়বে। অলিম্পিকের বাছাইপর্বে যাতে দল হিসেবে ভালো করতে পারি, সেটাই লক্ষ্য আমার।’

রোমান ছাড়াও রিকার্ভ দলে আছেন বাংলাদেশ গেমসে স্বর্ণজয়ী হাকিম আহমেদ, রামকৃষ্ণ সাহা ও তমিমুল ইসলাম। এর আগে ইউরোপে খেলার অভিজ্ঞতা আছে এই তিনজনের।

এটা বাড়তি সুবিধা হিসেবে কাজে দিবে বলে জানালেন রামকৃষ্ণ, ‘ইতালি ও ডেনমার্কে বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলেছি। অভিজ্ঞতাটা সামনের টুর্নামেন্টে কাজে লাগাতে চাই। সুইজারল্যান্ডে যদি কোনো ভুলও হয় সেগুলো শোধরানোর সুযোগ থাকবে ফ্রান্সে।’

এদিকে একই ইভেন্টে মেয়েদের দলে খেলবেন দিয়া সিদ্দিকী, মেহনাজ মুনিরা ও বিউটি রায়। অনুশীলনে ট্রায়ালে নিজেদের ছাড়িয়ে যাচ্ছেন তারা। নারী দল নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দিয়া। বলেন, ‘আগে আমরা অনুশীলনে ৩০০ পয়েন্টও টপকাতে পারতাম না। এখন নিয়মিতই গড়ে ৩২০ করছি। আশা রাখছি।’

অলিম্পিকে নেই কম্পাউন্ড ইভেন্ট। বিশ্বকাপের মঞ্চটা রাঙাতে সুইজারল্যান্ডে যাচ্ছেন বাংলাদেশ গেমসে ৭০৪ পয়েন্ট নিয়ে রেকর্ড গড়া দিয়া। ছাড়াতে চান নিজেকে।

সবমিলে সুইজারল্যান্ড বিশ্বকাপকে অলিম্পিকের প্রস্তুতি ও টিকিট নিশ্চিতের মঞ্চ হিসেবে দেখছেন তিরন্দাজরা।

এ বিভাগের আরো খবর