তিন দফা পিছিয়ে আগামী ১ থেকে ১০ জুলাই ঢাকায় হওয়ার কথা জুনিয়র এশিয়া কাপ হকি। করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় আবার স্থগিত করা হয়েছে ১০ দেশের এই টুর্নামেন্ট।
টুর্নামেন্টটি আয়োজনের অনুমতি দেয়নি সরকার।
জুলাইয়ে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব কি না, জানতে চেয়ে গেল সপ্তাহে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠায় বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)।
চিঠির জবাবে টুর্নামেন্ট নিয়ে অনাগ্রহ দেখিয়েছে মন্ত্রণালয়। ফলে স্থগিত হয়ে গেছে আসর।
ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘সরকার টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দেয়নি। এই মুহূর্তে করোনা পরিস্থিতি খারাপ। এতগুলো বিদেশি দল এনে টুর্নামেন্ট আয়োজন ঝুঁকিপূর্ণ।’
বিষয়টি অবহিত করে এশিয়ান হকি ফেডারেশনকে চিঠি দিয়ে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
স্বাগতিক বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে খেলার কথা ভারত, পাকিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, লিবিয়া, উজবেকিস্তান, চাইনিজ তাইপে ও ওমানের।
টুর্নামেন্টের সেরা চার দলের অংশ নেওয়ার কথা ভারতের জুনিয়র বিশ্বকাপে।