চোটের কারণে প্রায় দেড় মাস পর শনিবার কোর্টে ফিরেছেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস। তবে, ফেরাটা সুখকর হয়নি লস অ্যাঞ্জেলেস লেকার্সের এই ফরোয়ার্ডের।জেমসের ফেরার ম্যাচে হেরে গেছে তার দল। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ) লিগে স্যাক্রামেন্টো কিংসের কাছে হেরেছে লেকার্স।গত ২১ মার্চ এনবিএর ম্যাচে আটলান্টা হকসের বিপক্ষে ডান গোড়ালিতে ব্যথা পান জেমস। তারপর থেকে লেকার্সের ২০টি ম্যাচ মিস করেছেন তিনি। নিজের ১৮ বছরের ক্যারিয়ারে দলের হয়ে কখনই টানা এতগুলো ম্যাচ মিস করেননি ৩৬ বছর বয়সী জেমস।ফেরার ম্যাচেও ভালো পারফরম্যান্স ছিল জেমসের। ১৬ পয়েন্ট স্কোর করেন কিংসের বিপক্ষে। সাতটি অ্যাসিস্ট করেন ও আটটি রিবাউন্ড নেন। তারপরও দলের হার ঠেকাতে পারেননি।১১০-১০৬ পয়েন্টের জয়ে কিংসের হয়ে সর্বোচ্চ স্কোরার ছিলেন টাইরিস হ্যালিবারটন। ২৩ পয়েন্ট স্কোর করার পাশাপাশি ১০টি অ্যাসিস্টও করেন তিনি।এটি ছিল লেকার্সের সবচেয়ে ছয় ম্যাচে পঞ্চম হার। বর্তমান চ্যাম্পিয়নরা ওয়েস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে আছে পাঁচ নম্বরে।লেকার্সের বিপক্ষে ২০১৮ সালের পর এই প্রথম জিতেছে কিংস। জয়ের পরও তারা আছে ওয়েস্টার্ন কনফারেন্স টেবিলের ১২ নম্বরে।ওয়েস্টার্ন কনফারেন্সের শীর্ষ দুই দল মুখোমুখি হয় শনিবার। ইউটাহ জ্যাজকে ১২১-১০০ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে ফিনিক্স সানস।ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল ব্রুকলিন নেটসও হেরেছে শনিবার। পোর্টল্যান্ড ট্রেইলব্লেজার্সের কাছে ১২৮-১০৯ পয়েন্টে হারের পরও শীর্ষস্থান ধরে রেখেছে তারা।
একই কনফারেন্সের ফিলাডেলফিয়া সেভেন্টি সিক্সার্স ১২৬-১০৪ পয়েন্টে হারায় আটলান্টা হকসকে। শিকাগো বুলস ১০৮-৯৮ পয়েন্টে হেরে গেছে মিলওয়াকি বাকসের কাছে।আরও জয় পেয়েছে ওয়াশিংটন উইজার্ডস, বোস্টন সেলটিকস ও মেমফিস গ্রিজলিস।