বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অলিম্পিকে খেলার সুযোগ পাচ্ছেন জুনাইনা

  •    
  • ২৮ এপ্রিল, ২০২১ ১৯:৪৭

সাইক সিজারের পর দ্বিতীয় প্রবাসী ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক খেলবেন জুনাইনা। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ।

টোকিও অলিম্পিকে সরাসরি অংশ নেয়ার সুযোগ পাওয়া অ্যাথলেট রোমান সানা। সরাসরি নয়, ওয়াইল্ড কার্ড দিয়ে দেশের দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে অংশ নিচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত সাঁতারু জুনাইনা আহমেদ।

সাইক সিজারের পর দ্বিতীয় প্রবাসী ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক খেলবেন জুনাইনা।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ।

আসন্ন টোকিও অলিম্পিকে জুনাইনার ওয়াইল্ড কার্ড পাওয়া নিয়ে তিনি বলেন, ‘জুনাইনা একটি বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে। সেই চ্যাম্পিয়নশিপে টাইমিংয়ের ভিত্তিতে তাকে নির্বাচিত করেছে। জুনাইনার অলিম্পিক নিশ্চিতের বিষয়টি আন্তর্জাতিক সাঁতার সংস্থা (ফিনা) থেকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে জানিয়েছে। আমাদের বিওএ জানিয়েছে।’

সাঁতারে দুইটি ওয়াইর্ল্ড কার্ড পাচ্ছে বাংলাদেশ। বাকী একটি ওয়াইল্ড কার্ডের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আরিফুল ইসলাম ও জয়েল। তবে শেষ পর্যন্ত আরিফুলকে নির্বাচিত করা হতে পারে ঈঙ্গিত দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক।

বলেন, ‘আরিফেরই পাওয়ার সম্ভাবনা বেশি। সে অলিম্পিকেরই বৃত্তির আওতায় ফ্রান্সে প্রশিক্ষণে।’ আরিফ এখন লকডাউনের জন্য ঢাকায় অবস্থান করছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত জুনাইনা আহমেদ এখন বাংলাদেশের সাঁতার অঙ্গনের তারকা। তার জন্মস্থান ইংল্যান্ডের লন্ডনে। সেখান থেকে মাত্র বাংলাদেশে এসে হাতভরে স্বর্ণ জিতেছেন। ২০১৯ সালে বাংলাদেশের জাতীয় সাঁতার প্রতিযোগিতায় এককভাবে ৯টি স্বর্ণ জিতেছিলেন তিনি।

গতবছর করোনাভাইরাসের কারণে অলিম্পিক স্থগিত হয়ে গেলে চলতি বছরের ২৩ জুলাই শুরু হবে টোকিও অলিম্পিকের আসর।

এ বিভাগের আরো খবর