বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশ গেমসে তিন রেকর্ড গড়া মাবিয়ার দৃষ্টি অলিম্পিকে

  •    
  • ১২ এপ্রিল, ২০২১ ১৫:০৫

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে ছাড়িয়ে যান নিজের সে রেকর্ড। এ প্রতিযোগিতায় স্ন্যাচে ৮০, ক্লিন অ্যান্ড জার্কে ১০১, মোট ১৮১ কেজি তুলে তিন রেকর্ড গড়েন টানা দুই এসএ গেমসে সোনা জয়ী এ ভারোত্তোলক।

প্রতিনিয়ত নিজের সঙ্গে লড়াই করেন মাবিয়া আক্তার সীমান্ত। এবারোও নিজের সঙ্গে লড়াই করলেন। বাংলাদেশ আনসারের এ ক্রীড়াবিদ তিনটি জাতীয় রেকর্ড গড়েছেন সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে।

তিন বছর আগে আন্ত:সার্ভিস জাতীয় ভারোত্তোলনে ৬৪ কেজি ওজন শ্রেণীতে স্ন্যাচে ৭৯ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ১০০ কেজি রেকর্ড গড়েছিলেন।

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে ছাড়িয়ে যান নিজের সে রেকর্ড। এ প্রতিযোগিতায় স্ন্যাচে ৮০, ক্লিন অ্যান্ড জার্কে ১০১, মোট ১৮১ কেজি তুলে তিন রেকর্ড গড়েন টানা দুই এসএ গেমসে সোনা জয়ী এ ভারোত্তোলক।

রেকর্ড গড়া মাবিয়া বলেন, ‘আমার রেকর্ড যেন জুনিয়রদের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। প্রতিবছরই চেষ্টা করি নিজের রেকর্ডের চেয়ে ভালো করার।’

নিজের স্বপ্নের কথা জানিয়ে মাবিয়া বলেন, ‘আমার লক্ষ্য হচ্ছে অলিম্পিক। সেভাবেই নিজেকে প্রস্তুত করছি। আমার ফোকাসটা সেখানেই। মাঝে যেসব প্রতিযোগিতা আসবে, সেগুলো প্রস্তুতি মনে করেই সামনে এগিয়ে যেতে চাই।’

উল্লেখ্য, মাবিয়া ২০১৬ সালের গৌহাটি-শিলং এসএ গেমস এবং ২০১৯-এর কাঠমান্ডু-পোখরা এসএ গেমসে স্বর্ণ জয় করেন। পরপর দুই গেমসে এককে স্বর্ণজয়ী একমাত্র বাংলাদেশী অ্যাথলেট তিনি।

এ বিভাগের আরো খবর