বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশ গেমসে সেনাবাহিনীর ১১৫ স্বর্ণপদক

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ এপ্রিল, ২০২১ ১৯:৫৬

গেমসের ৩১টি ডিসিপিনের মধ্যে ২৩টি ডিসিপিনে অংশ নেয় সেনাবাহিনী। বরাবরের মতো ফুটবল, ভলিবল, হকি, রাগবি, ওয়াটারপোলোর মতো দলীয় খেলায় অপরাজিত চ্যাম্পিয়ন হয় তারা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০’ প্রতিযোগিতায় ১১৫টি স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গেমসের ৩১টি ডিসিপিনের মধ্যে ২৩টি ডিসিপিনে অংশ নেয় সেনাবাহিনী। বরাবরের মতো ফুটবল, ভলিবল, হকি, রাগবি, ওয়াটারপোলোর মতো দলীয় খেলায় অপরাজিত চ্যাম্পিয়ন হয় তারা।

ফুটবল প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী সিলেট জেলাকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ভলিবলে ৩-১ সেটে বাংলাদেশ বিমানবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সেনাবাহিনী। ফাইনালে সেনাবাহিনীর রাগবি দল ৪২-০০ পয়েন্টে পরাজিত করে ঢাকা জেলাকে।

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ এর সাঁতার প্রতিযোগিতার ওয়াটারপোলো ইভেন্টের ফাইনালে সেনাবাহিনী ওয়াটারপোলো দল ৪-০ গোলে বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

জাতীয় দলের ৯ জন তারকা খেলোয়াড় নিয়ে গঠিত নৌবাহিনী হকি দলকে ৭-৬ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সেনাবাহিনী।

সেনাবাহিনী আরচ্যারী দল ৪টি স্বর্ণ, একটি রৌপ্য ও তিনটি তাম্র পদক অর্জন করে হয়েছে চ্যাম্পিয়ন। এছাড়া শুটিংয়ে ৮টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৫টি তাম্র পদক অর্জনের মাধ্যমে চ্যাম্পিয়ন হয় তারা।

গল্ফ প্রতিযোগিতায় সেনাবাহিনী গলফ দল ৩টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৩টি তাম্র পদক নিয়ে হয় অপ্রতিরোধ্য চ্যাম্পিয়ন। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সেনাবাহিনী ব্যাডমিন্টন দল ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৪টি তাম্র পদক অর্জনের মাধ্যমে নিকটতম প্রতিদ্বন্দী আনসারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী কারাতে দল ৯টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৩টি তাম্র পদকসহ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। সেনাবাহিনী উশু দল উশু প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা ইভেন্টে সর্বমোট ১২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৩টি তাম্র পদক অর্জন করে। যার মধ্যে পুরুষ উশু দল চ্যাম্পিয়ন হয়।

সাইক্লিংয়ে ২১টি ইভেন্টের মধ্যে ১৮টি স্বর্ণপদক অর্জন করে সেনাবাহিনী। যার মধ্যে রয়েছে ১০টি নতুন জাতীয় রেকর্ড। এছাড়া ভারোত্তোলন পুরুষ দল ও মহিলা দল সর্বমোট ১০টি স্বর্ণপদক, ৯টি রৌপ্য ও ১টি তাম্র পদক অর্জন করে চ্যাম্পিয়ন হয়। যেখানে সেনাবাহিনী দল সর্বমোট ২১টি নতুন জাতীয় রেকর্ড করে।

এ বিভাগের আরো খবর