রিকার্ভ পুরুষ একক ফাইনালে রাম কৃষ্ণ সাহা (বাংলাদেশ বিমান বাহিনী) এবং মো: তামিমুল ইসলাম (বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব) এর মধ্যে প্রথম পর্যায়ে ৫-৫ সেট পয়েন্টে সমতা হয়। পরবর্তীতে ১টি করে তীর ছুড়ে রাম কৃষ্ণ সাহা এর স্কোর হয় ১০ এবং মো: তামিমুল ইসলাম এর স্কোর হয় ৯।
শেষ তীরের ফলাফলের ভিত্তিতে রাম কৃষ্ণ সাহা ৬-৫ সেট পয়েন্টের ব্যবধানে গোল্ড মেডেল জয় লাভ করেন এবং মো: তামিমুল ইসলাম (বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব) সিলভার মেডেল অর্জন করেন। ব্রোঞ্জ মেডেল অর্জন করেন মো: শাকিব মোল্লা (বাংলাদেশ আনসার)।
রিকার্ভ মহিলা একক ফাইনালে নাসরিন আক্তার (ঢাকা আর্মি আর্চারি ক্লাব) ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে মোসাম্মৎ নাজমিন খাতুন (বাংলাদেশ আনসার) কে পরাজিত করে গোল্ড মেডেল জয় লাভ করেন এবং মোসাম্মৎ নাজমিন খাতুন (বাংলাদেশ আনসার) সিলভার মেডেল অর্জন করেন। ব্রোঞ্জ মেডেল অর্জন করেন মেহেনাজ আক্তার মনিরা (ঢাকা আর্মি আর্চারি ক্লাব)।
কম্পাউন্ড পুরুষ একক ফাইনালে অসীম কুমার দাস (বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব) ১৪৮-১৪১ স্কোরের ব্যবধানে নেওয়াজ আহমেদ রাকিব (বিজিবি) কে পরাজিত করে গোল্ড মেডেল জয় লাভ করেন এবং নেওয়াজ আহমেদ রাকিব (বিজিবি) সিলভার মেডেল অর্জন করেন। ব্রোঞ্জ মেডেল অর্জন করেন মো: আশিকুজ্জামান (বাংলাদেশ পুলিশ)।
কম্পাউন্ড মহিলা একক ফাইনালে রোকসানা আক্তার (ঢাকা আর্মি আর্চারি ক্লাব) ১৪৭-১৪১ স্কোরের ব্যবধানে পুস্পিতা জামান (বিকেএসপি) কে পরাজিত করে গোল্ড মেডেল জয় লাভ করেন এবং পুস্পিতা জামান (বিকেএসপি) সিলভার মেডেল অর্জন করেন। ব্রোঞ্জ মেডেল অর্জন করেন বন্যা আক্তার (বাংলাদেশ আনসার)।
রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে বিকেএসপি ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ পুলিশ কে পরাজিত করে গোল্ড মেডেল জয় লাভ করে এবং বাংলাদেশ পুলিশ সিলভার মেডেল অর্জন করে। ব্রোঞ্জ মেডেল অর্জন করে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা।
রিকার্ভ মহিলা দলগত ফাইনালে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে বিকেএসপি কে পরাজিত করে গোল্ড মেডেল জয় লাভ করে এবং বিকেএসপি সিলভার মেডেল অর্জন করে। ব্রোঞ্জ মেডেল অর্জন করে ঢাকা আর্মি আর্চারি ক্লাব।
কম্পাউন্ড পুরুষ দলগত ফাইনালে ঢাকা আর্মি আর্চারি ক্লাব ২২৬-২২১- স্কোরের ব্যবধানে বাংলাদেশ আনসার কে পরাজিত করে গোল্ড মেডেল জয় লাভ করে এবং বাংলাদেশ আনসার সিলভার মেডেল অর্জন করে। ব্রোঞ্জ মেডেল অর্জন করে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব।
কম্পাউন্ড মহিলা দলগত ফাইনালে ঢাকা আর্মি আর্চারি ক্লাব ২২৩-২২২ স্কোরের ব্যবধানে বাংলাদেশ আনসার কে পরাজিত করে গোল্ড মেডেল জয় লাভ করে এবং বাংলাদেশ আনসার সিলভার মেডেল অর্জন করে। ব্রোঞ্জ মেডেল অর্জন করে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব।
গেমসের আর্চারি প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি শেখ বশির আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মো: মইনুল ইসলাম (অব:), সহ-সভাপতি মো: মাহফুজুর রহমান সিদ্দিকী ও মো: আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, প্রতিযোগিতার টেকনিক্যাল ডাইরেক্টর, প্রতিযোগিতা ও মাঠ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক রশিদুজ্জামান সেরনিয়াবাত, প্রতিযোগিতার কম্পিটিশন ম্যানেজারসহ সংশ্লিষ্টরা।