বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের তায়কোয়ানডো ডিসিপ্লিনে প্রথম স্বর্ণ বাংলাদেশ আনসার ও ভিডিপির রুমা খাতুনের। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সিনিয়র নারী পুমস (১৭-২৪ বছর) ইভেন্টে ৭.৭০ স্কোর করে স্বর্ণ জিতেছেন ফরিদপুর থেকে ওঠে আসা এ অ্যাথলেট।
৭.৬০ স্কোর করে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আনিকা আক্তার। ৭.৩০ স্কোর কওে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ইসরাত জাহান রিয়া ও ৬.৯০ স্কোর করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুলৈ তামান্না তাবাসসুম ব্রোঞ্জ জিতেছেন।
প্রথমবারের মতো বাংলাদেশ গেমসে অংশ নিয়েই স্বর্ণ জিতেছেন রুমা। স্বর্ণ পদক জিতে উচ্ছসিত তিনি, ‘এটা আমার প্রথম বাংলাদেশ গেমস। আর প্রথমবারই স্বর্ণ জিতেছি। বলে বোঝাতে পারব না কত ভাল লাগছে।’
তায়কোয়ানডোতে নারী দ্বৈতে সেনাবাহিনীর স্বর্ণসিনিয়র নারী পুমস দ্বৈতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুমাইয়া ইসলাম অ্যানি ও আনিকা আক্তার। (১৭-২৪ বছর) ক্যাটাগরিতে অ্যানি ও আনিকা স্কোর করেন ৭.৩০।
রৌপ্য জেতা বাংলাদেশ আনসার ও ভিডিপির রুমা খাতুন এবং লোবনা আক্তারের স্কোর হলো ৭.১০। ৬.৯০ স্কোর করে গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার তাসনিম জেরিন খান ও ফারিয়া নওশিন এবং ৬.৮০ স্কোর করা কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ইসরাত জাহান রিয়া ও রাহিমা ইসলাম রিপা যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন।
তায়কোয়ানডো পুমস নারী দলীয় ইভেন্টে আনসারের স্বর্ণনারী পুমস সিনিয়র (১৭-২৪ বছর) দলীয় ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। ৭.১০ স্কোর করে আনসারকে সোনার পদক এনে দেন রুমা খাতুন, আশিফা আরজু ও রিমা খাতুন। ৬.৯৫ স্কোর করে রৌপ্য জিতেছেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তুহিন খাতুন, মোছা:ইভা ও মোছা:ময়না। ৬.৮০ স্কোর করে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার জিং রাম কিম বম, জিং রোয়াত ইয়াং বম, মিলিনিয়াম পার এবং ৬.৭০ স্কোর করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উম্মে কুলসুম তুলি, মারিয়া জান্নাত ও ইরিন আহমেদ চৌধুরী রিয়া ব্রোঞ্জ পদক জিতেছেন।
তায়কোয়ানডোতে নূর উদ্দিনের ডাবলপুরুষ পুমস সিনিয়র (১৭-২৪ বছর) ইভেন্টে দুটি স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির নূরুদ্দীন হোসাইন। ছেলেদের ব্যক্তিগত পুমস ইভেন্টে ৭.৬০ স্কোর কওে স্বর্ণ জিতেন নূরুদ্দীন হোসাইন। রৌপ্য জেতেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ফয়সাল আহমেদ (৭.২০)। ৭.১৫ স্কোর করে বাংলাদেশ পুলিশের রেদুয়ান আহমেদ এবং ৭.১০ স্কোর করে বাংলাদেশ সেনাবাহিনীর রুম্মান চৌধুরী ব্রোঞ্জ পদক জেতেন।
সিনিয়র পুরুষ দ্বৈতে মো: সাগর শেখকে নিয়ে স্বর্ণ জেতেন নূরুদ্দীন। এই ইভেন্টে ৭.৩০ স্কোর করে প্রথম হন বাংলাদেশ আনসার ও ভিডিপির নূরুদ্দীন হোসাইন ও সাগর। ৭.১০ স্কোর করে রৌপ্য জেতেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. রুম্মান চৌধুরী এবং মো: ইমন। ৬.৯০ স্কোর করে বর্ডার গার্ড বাংলাদেশের মো: সাইফুর রহমান ও সবিনয় মারমা এবং ৬.৮৫ স্কোর করে বাংলাদেশ পুলিশের মো: মেহেদি আল সোহান ও মো: জিহাদ ব্রোঞ্জ পদক জেতেন।
পুমসে পুরুষ দলীয় ইভেন্টে আনসারের স্বর্ণপুরুষ পুমসে সিনিয়র (১৭-২৪ বছর) দলীয় ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। ৭.৩০ স্কোর করে এই ইভেন্টে আনসারকে স্বর্ণ এনে দেন মো: সবুজ শেখ, মো: ইলিয়াস ও মেহেদি হাসান জীবন। সিফাত হোসাইন, রবিউল হাসান ও মাহফুজুর রহমান রানা ৬.৯০ স্কোর করে বাংলাদেশ পুলিশকে এনে দিয়েছেন রৌপ্য। বর্ডার গার্ড বাংলাদেশের সবিনয় মারমা, মো: হাসান শেখ, মো: রাসেল ৬.৮০ এবং সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মো. সানিম আহমেদ, ফয়সাল আহমেদ ও মো. আকাশ আহমেদ ৬.৮০ স্কোর কওে জিতেছেন ব্রোঞ্জ।
পুমসে (+২৯ বছর) সিনিয়র নারী ইভেন্ট এককে সালমার স্বর্ণবঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের পুমসে (+২৯ বছর) সিনিয়র নারী ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল সুলতানা সালমা। সোনার পদক জেতা সালমার স্কোর ৭.০০। এই ইভেন্টে ৬.৭০ স্কোর করে রৌপ্য জিতেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির নাজমা পারভীন তোরাবী। ৬.৩০ স্কোর করে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাহারা আক্তার সাথী এবং ৬.১০ স্কোর করে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার রেশমা হোসেন ব্রোঞ্জ পদক জিতেছেন।
নারী দ্বৈতে তোরাবী ও সুস্মিতার সোনালী হাসিপুমসে (+২৯ বছর) নারী দ্বৈতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপি নাজমা পারভীন তোরাবী এবং সুস্মিতা ইসলাম। দু’জন মিলে স্কোর করেন ৬.৯০। এই ইভেন্টে রৌপ্য জেতা কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুল ফেরদৌস এবং সৈয়দা আদনীন সুলতানা স্কোর করেন ৬.৫০। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ফাতেমা বেগম ও রাবেয়া আক্তার ৬.১০ স্কোর এবং সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাহার আক্তার সাথী ও নাইমা সুলতান ৫.৯০ স্কোর কওে ব্রোঞ্জ পদক জিতেছেন।
নারী দলগত ইভেন্টে আনসারের স্বর্ণ জয়পুমসে (+২৯ বছর) নারী দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। ৭.০০ স্কোর করে আনসারকে স্বর্ণ এনে দেন নাজমা পারভীন তোরাবী, সুস্মিতা ইসলাম ও আরজুমা আক্তার রোমা। ৬.৮০ স্কোর কওে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থাকে রৌপ্য পদক এনে দিয়েছেন জান্নাতুল ফেরদৌস, সৈয়দা আদনীন সুলতানা এবং রেশমা হোসেন। ৬.৫০ স্কোর করে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ফাতেমা বেগম, রাবেয়া আক্তার ও ফিহিমা তাজরিয়ান এবং সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাহার আক্তার সাথী, নাঈমা সুলতান, এবং সাবেরা আক্তার ৬.২০ স্কোর কওে ব্রোঞ্জ জিতেছেন।
তায়কোয়ানডো পুমসে (২৪-২৯ বছর) সিনিয়র নারী ইভেন্ট এককে নূর আক্তারের স্বর্ণ
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের পুমসে (২৪-২৯ বছর) সিনিয়র নারী ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির নূর নাহার আক্তার। সোনা জেতার পথে তিনি স্কোর করেন ৭.২০। রৌপ্য জেতা বাংলাদেশ সেনাবাহিনীর সুমনা মুন্নি স্কোর করেন ৭.০০। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সফিনা রহমান নোলক ৬.১০ স্কোর এবং দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ৫.৮০ স্কোর কওে ব্রোঞ্জ পদক জেতেন বাবলী আক্তার।
দ্বৈতে নিগার ও মার্জিয়ার স্বর্ণপুমসে (২৪-২৯ বছর) সিনিয়র নারী দৈত ইভেন্টে ৬.৯০ স্কোর করে বাংলাদেশ সেনাবাহিনীকে স্বর্ণ জিতিয়েছেন নিগার সুলতানা ও মাজিয়া সুলতানা। এই ইভেন্টে রৌপ্য জেতা বাংলাদেশ আনসার ও ভিডিপির নূও নাহার আক্তার এবং প্রভা চাকমা স্কোর করেন ৬.৮৫। ৬.১০ স্কোর করা রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার বর্ণালী চৌধুরী ও সুলতানা এবং ব্রাক্ষণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার মরিয়হ হাসনাত ও নাসরিন জাহান ৫.৯০ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন।
দলগত ইভেন্টে আনসারের স্বর্ণপুমসে (২৪-২৯ বছর) সিনিয়র নারী দলগত ইভেন্টে ৬.৯০ স্কোর করে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে স্বর্ণ এনে দিয়েছেন মাইনু মারমা, শ্রাবনী বিশ্বাস ও শাহানারা খাতুন। ৬.৮০ স্কোর কওে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুমনা মুন্নি, সাথী খাতুন ও শ্যামলী খাতুন। রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার বর্ণালী আক্তার, সুলতানা, মিলি আক্তার ৬.২০ স্কোর কওে এবং ব্রাক্ষনবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার মরিয়ম হাসনাত, নাসরিন জাহান এবং ইসরাত জাহান আসমানী ৬.১০ স্কোর করে ব্রোঞ্জ পদক জিতেছেন।
পুমসে (২৫-৩২ বছর) সিনিয়র পুরুষ ইভেন্টের এককে মেহেদি হাসানের স্বর্ণপুমসে (২৫-৩২ বছর) সিনিয়র পুরুষ একক ইভেন্টে ৭.৪০ স্কোর করে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মো: মেহেদি হাসান। রৌপ্য জেতা বাংলাদেশ আনসার ও ভিডিপির উজ্জল কুমার দেবের স্কোর হলো ৭.০০। বর্ডার গার্ড বাংলাদেশের মো. আরশাদ মিয়া ৬.৫০ স্কোর করে এবং বাংলাদেশ পুলিশের শ্রীমান সুশান্ত কুমার ৬.৫০ স্কোর করে ব্রোঞ্জ পদক জেতেন।
পুরুষ দৈতে মফিদুল ও হামজার স্বর্ণপুমসে (২৫-৩২ বছর) পুরুষ দৈতে ৬.৯৯ স্কোর করে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মো: মফিদুল ইসলাম এবং হামজা মাহমুদ। এই ইভেন্টে রৌপ্য জেতা বাংলাদেশ সেনাবাহিনীর মেহেদি হাসান ও উজ্জল সরকার স্কোর করেন ৬.৯০। বর্ডার গার্ড বাংলাদেশের হুমায়ন কবির ও সাইফুল রহমান ৬.৭০ স্কোর এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার তুষার কুমার দে ও মোহাম্মদ মামুন ৬.৬০ স্কোর কওে ব্রোঞ্জ পদক জিতেছেন।
দলগতে সেরা আনসারপুমসে (২৫-৩২ বছর) পুরুষ দলগত ইভেন্টে ৬.৯০ স্কোর কওে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে স্বর্ণ এনে দিয়েছেন উজ্জল কুমার দেব, মো. রশিদ ও জাহিদুল ইসলাম। ৬.৮০ স্কোর কওে রুপা জেতেন বাংলাদেশ সেনাবাহিনীর পারভেজ মোশাররফ, নাসির পারভেজ ও মাসুদ পারভেজ।
বর্ডার গার্ড বাংলাদেশের রুবেল সরকার, আরশাদ মিয়া ও পারভেজ আলম ৬.৬০ স্কোর কওে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার তুষার কুমার দে, মামুন এবং ওমর ফারুক ৬.৫০ স্কোর করে ব্রোঞ্জ পদক জিতেছে।