বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজত্ব হারালেন প্রীতি, টেনিসে চ্যাম্পিয়ন জেরিন

  •    
  • ৫ এপ্রিল, ২০২১ ২১:২০

রাজশাহীতে 'বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ এর টেনিসে মেয়েদের একক ইভেন্টে স্বর্ণ পদক লাভ করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) জেরিন সুলতানা জলি।

যেন সাজানো রাজত্বই হারালেন লং টেনিসের রাণী আফরানা ইসলাম প্রীতি। বাংলাদেশ গেমসের এই আসর আগে ইনজুরিতে পড়েছিলেন। এর মধ্যেও প্রস্তুতি নিয়ে বাংলাদেশ গেমসে প্রথমবারের মতো স্বর্ণ জেতা হলো না তার। টেনিস পেল নতুন চ্যাম্পিয়ন।

রাজশাহীতে 'বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ এর টেনিসে মেয়েদের একক ইভেন্টে স্বর্ণ পদক লাভ করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) জেরিন সুলতানা জলি।

রৌপ্য পদক লাভ করেছেন ঝালকাঠির সুস্মিতা সেন। ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাগেরহাট জেলার আফরানা ইসলাম প্রীতির।

আজ সোমবার বিকালে বিজয়ীদের পদক তুলে দেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টিএম মোজাহিদুল ইসলাম।

অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে মেয়েদের একক ফাইনাল খেলায় বিকেএসপির জেরিন সুলতানা জলি ৭-৬ (৭-৩), ৬-২ সেটে ঝালকাঠির সুস্মিতা সেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

অন্যদিকে বাগেরহাটের আফারানা ইসলাম প্রীতি ৬-০, ৬-২ সেটে নওগাঁর রাইকাকে হারিয়ে মেয়েদের এককে তৃতীয় স্থান অধিকার করেন।

সোমবার ছেলে ও মেয়েদের একক, দ্বৈত, মিশ্রসহ মোট ২৬টি খেলা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে শনিবার (০৩ এপ্রিল) মেয়েদের দ্বৈত বিভাগে প্রথম (স্বর্ণ) হয়েছেন বিকেএসপির ঈশিতা আফরোজ ও জেরিন সুলতানা জলি জুটি, দ্বিতীয় (রৌপ্য) হয়েছেন বিকেএসপির রিনভী ও সুবর্ণা জুটি ও তৃতীয় (ব্রোঞ্জ) হয়েছেন বিকেএসপির মাসুদা ও সাদিয়া।

এ বিভাগের আরো খবর