বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিটির রাজা হৃদয় রাণী মৌ

  •    
  • ৫ এপ্রিল, ২০২১ ২১:০৪

পুরুষ এককের ফাইনালে বাংলাদেশ পুলিশের মুনতাসিন আহমেদ হৃদয় ৪-০ সেটে সেনাবাহিনীর রিফাত মাহমুদ সাব্বিরকে হারিয়েছেন। টেবিল টেনিস মহিলা একক ইভেন্টে অল আনসার ফাইনালে সাদিয়া রহমান মৌ ৪-২ সেটে হারিয়েছে সোনাম সুলতানা সোমাকে।

চলতি বাংলাদেশ গেমসের টেবিল টেনিস ইভেন্টে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ পুলিশের মুনতাসিন আহমেদ হৃদয়। আর নারী এককে স্বর্ণ জিতেছেন সাদিয়া রহমান মৌ।

সোমবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ম্যাচগুলো হয়।

পুরুষ এককের ফাইনালে বাংলাদেশ পুলিশের মুনতাসিন আহমেদ হৃদয় ৪-০ সেটে সেনাবাহিনীর রিফাত মাহমুদ সাব্বিরকে হারিয়েছেন। এই ইভেন্টের ব্রোঞ্জ বাংলাদেশ আনসারের জাভেদ আহমেদ ও মুফখারুল ইসলাম সজীবের।

টেবিল টেনিস মহিলা একক ইভেন্টে অল আনসার ফাইনালে সাদিয়া রহমান মৌ ৪-২ সেটে হারিয়েছে সোনাম সুলতানা সোমাকে। সোমা বাংলাদেশ গেমসে ত্রিমুকুট জিতেছেন। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ পুলিশের সালেহা পারভীন সেতু ও সেনাবাহিনীর সুলতান মাহি।

এর আগে মিশ্র দ্বৈত বিভাগে বাংলাদেশ আনসার স্বর্ণ জিতেছে। সোনাম সুলতানা সোমা ও জাভেদের জুটি ৩-২ গেমে বাংলাদেশ সেনাবাহিনীর রিফাত মাহমুদ সাব্বির এবং নওরীন সুলতানা মাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। মিশ্র দ্বৈতে রৌপ্য জেতে বাংলাদেশ সেনাবাহিনী। এই ইভেন্টে ব্রোঞ্জ বাংলাদেশ পুলিশ ও আনসারের।

পুরুষ দ্বৈত ইভেন্টেও স্বর্ণ বাংলাদেশ আনসারের। মুফরাতুল হামজা সজীব ও ইমরান হোসেন হৃদয় জুটি ৩-২ গেমে হাসিবুর রহমান ও রিফাত মাহমুদ সাব্বিরকে হারায়। মিশ্র দ্বৈতের মতো পুরুষ দ্বৈতেও রৌপ্য বাংলাদেশ সেনাবাহিনীর। এই ইভেন্টের ব্রোঞ্জ বাংলাদেশ পুলিশ ও আনসারের।

নারী দ্বৈত বিভাগে শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার। সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌয়ের সমন্বয়ে আনসারের জুটি ৩-২ ব্যবধানে হারায় বাংলাদেশ সেনাবাহিনীর রাহিমা আক্তার ও নওরিন সুলতানা মাহির জুটিকে।

বাংলাদেশ আনসার নারী ইভেন্টেও দুটি পদক নিশ্চিত করেছে।

এ বিভাগের আরো খবর