চলতি বাংলাদেশ গেমসে শ্যুটিং ডিসিপ্লিনে ১৬ স্বর্ণসহ মোট ৪৮টি পদকের লড়াই ছিল। সেই লড়াইয়ে আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশন সর্বোচ্চ পদক অর্জন করেছে। ৮ স্বর্ণ, ৫ রৌপ্য ও ৫ ব্রোঞ্জ নিয়ে মোট ১৮ পদক নিয়ে প্রথম হয়েছে।
নেভী শ্যুটিং ক্লাব ৩ স্বর্ণ, ৪ রৌপ্য ও ৪ ব্রোঞ্জ সহ মোট ১১ পদক নিয়ে দ্বিতীয় স্থানে।
এসএ গেমসের স্বর্ণ জয়ী শাকিল নিজের সেরা ইভেন্ট ১০ মিটার পিস্তলে ব্যর্থ হলেও ৫০ মিটারে সফল হয়েছেন। ৫১৬ স্কোর নিয়ে আর্মি শ্যুটিংকে স্বর্ণপদক এনে দিয়েছেন শাকিল। ৫০৪ নিয়ে আনোয়ার ঘাটাইল সেনা শ্যুটিং ক্লাবকে রৌপ্য এনে দেন। সাভার সেনা শ্যুটিং ক্লাবের আব্দুর রাজ্জাক ব্রোঞ্জ জেতেন ৫০১ পয়েন্ট নিয়ে।
২৫ মিটার পিস্তল মহিলা আরদিন ফেরদৌস আখি কুষ্টিয়া রাইফেল ক্লাবের হয়ে ৫৫১ স্কোর করে স্বর্ণ জেতেন। তুরিং দেওয়ান নেভী শ্যুটিং ক্লাবকে রৌপ্য এনে দেন ৫৩৩ স্কোর করে। দুই স্কোর কম নিয়ে আর্মি শুটিং এসোসিয়েশনকে ব্রোঞ্জ পদক এনে দেন জান্নাতুল ফেরদৌস বন্যা।
৫০ মিটার রাইফের (৩*৪০) পুরুষ১১৩৩ স্কোর গড়ে নেভী শুটিং ক্লাবকে স্বর্ণ এনে আব্দুল্লাহ হেল বাকী। রবিউল ইসলাম ১১৩২ স্কোর নিয়ে নেভী শ্যুটিং ক্লাবের হয়ে রৌপ্য জেতেন। চার স্কোর কম নিয়ে শোভন চৌধুরি চট্টগ্রাম রাইফেল ক্লাবকে ব্রোঞ্জ পদক এনে দেন।
৫০ মিটার রাইফের প্রোন পুরুষ জুনিয়রবিকেএসপি শুটিং ক্লাবের হয়ে ৫৮০ স্কোর গড়ে স্বর্ণ জেতেন ফারদিন মোহাম্মদ অর্ণব। ফারদিনের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে রৌপ্য জেতেন আর্মি শ্যুটিং এসোসিয়েশনের চয়ন আলী। ৫৭২ স্কোর নিয়ে নেভী শ্যুটিং ক্লাবের আবু সুফিয়ান জেতেন ব্রোঞ্জ।