বাংলাদেশ গেমসের ইতিহাসে হ্যাটট্রিক রেকর্ড করলেন বিশ্বাস ফয়সাল হোসেন। সাইক্লিং ডিসিপ্লিনে সেনাবাহিনীর বিশ্বাস ফয়সাল ১০০০ মিটার স্প্রিন্টে ১৩.৬০ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছেন।
আগের রেকর্ডটি ছিল ১৫.১০ সেকেন্ডের ২০১৩ সালের গেমসে আনসারের অ্যাথলে তরিকুল ইসলামের।
এদিকে অ্যাথলেটিকসের ১০ হাজার মিটার ইভেন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর মো. আসিফ বিশ্বাস। এ জন্য তার সময় লেগেছে ৩৬ মিনিট ৩২ সেকেন্ড।
৩৬ মিনিট ৩৫.৭০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. সোহেল রানা। ব্রোঞ্জ জয়ের পথে একই সংস্থার মো. আল আমিন সময় নেন ৩৬ মিনিট ৪৬.৯০ সেকেন্ড।
২০ কিলোমিটার হাটা ইভেন্টের তিন পদকই পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেটরা। এক ঘণ্টা ৪৪.২৯ সেকেন্ড নিয়ে রাজু আহমেদ স্বর্ণ জেতেন। এক ঘণ্টা ৪৪.৩৯ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন কৃষ্ণ সাহা। এক ঘণ্টা ৪৫.০১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেন মোরাদুল ইসলাম।
৪০০ মিটার হার্ডলসে বাংলাদেশ সেনাবাহিনীর মাসুদ রানা ৫৩.৬০ সেকেন্ড নিয়ে সোনা জিতেছেন। নৌবাহিনীর সুলতান সানজিদ ৫৪.২০ সেকেন্ড নিয়ে রুপা জিতেছেন। ৫৪.৬০ সেকেন্ড সময় নিয়ে সেনাবাহিনীর মিনহাজুল ব্রোঞ্জ জয় করেন।