নিউজিল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট দলের ভরাডুবি আর নেপালে ত্রিদেশীয় ফুটবল সিরিজের হতাশার ঘায়ে যেন মলমের জোগান দিল বাংলাদেশ কাবাডি দল। আফ্রিকার চ্যাম্পিয়ন কেনিয়াকে হারিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজরা।
এ জয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে কোনো ট্রফি উপহার দিয়েছেন তুহিন-আরহাদুজ্জামরা।
শুক্রবার পল্টনের নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে দারুণ কামব্যাকে কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্ট ব্যবধানে হারায় বাংলাদেশ।
প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প উপহার দিয়েছে লাল-সবুজরা। প্রথমার্ধ শেষে ১৮-১০ পয়েন্টে পিছিয়ে ছিল বাংলাদেশ।
এমন পরিস্থিতি থেকে দ্বিতীয়ার্ধে কেনিয়ার সঙ্গে সমতায় ফিরে লিড নেয়ার কঠিন কাজটি করেন তুহিনরা। একের পর এক পয়েন্ট নিয়ে ম্যাচের লিড ধরে ফেলেন। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয়ের আনন্দ নিয়ে উল্লাসে মাতান সমর্থকদের।
উল্লাসটা যেন আরও বেড়ে যায় দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে। ক্রিকেট-ফুটবলের কষ্টের প্রলেপ হয়ে যেন কাজ করে কাবাডির এ জয়।
ছয় জাতির টুর্নামেন্টে এর আগে প্রথম ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পোল্যান্ডকে ধরাশায়ী করার পর দ্বিতীয় ম্যাচে কেনিয়াকে হারায় টাইগাররা। তৃতীয় ম্যাচে নেপালকে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার শেষ ম্যাচে লঙ্কানদের হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ।
ফাইনালের জয়টা দেশবাসীকে উৎসর্গ করেন বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদার।
কেনিয়াকে হারিয়ে উচ্ছ্বসিত তুহিন বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমার দলের খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে আমি খুশি এবং দেশের মাটিতে দেশের সম্মান রেখে ট্রফি দেশেই রাখতে পেরে ভীষণ ভালো লাগছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে এমন উপহার দিতে পারাটা গর্বের। আমরা ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’