ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা স্নুকার খেলোয়াড় রনি ও সুলিভানকে চমকে দিয়ে ট্যুর চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতে নিলেন নিল রবার্টসন। এ মৌসুমে নিজের পঞ্চম র্যাঙ্কিং ফাইনাল হারলেন ইংলিশ স্নুকার রনি।
জমজমাট ম্যাচ উপহার দিয়ে স্নুকার র্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা কিংবদন্তি রনিকে ১০-৪ ব্যবধানে হারান তিনে থাকা রবার্টসন।
সবমিলে এ ফাইনাল ম্যাচে পাঁচবার সেঞ্চুরি ব্রেক করেছেন এই অস্ট্রেলিয়ান স্নুকার এবং ছয়বার ধারাবাহিকভাবে ফ্রেমস জিতেছেন। ইউকে চ্যাম্পিয়নশিপ জয়ী এই স্নুকারের জন্য এটি ২০তম টাইটেল জয়।
ফাইনালের রবার্টসনের পারফরম্যান্সে অবাক হয়েছেন ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন রনি। বলেন, ‘আমি কাউকে দেখিনি এতো ভালো খেলতে। তার কিউয়ের অ্যাকশন ছিল হাস্যকর। ব্যাপারটা এমন যে, সে যেন পুল টেবিলে খেলছিল।’
এই ম্যাচে যেন নিজেকে দর্শকের ভূমিকায় দেখতেই স্বাচ্ছ্বন্দ্যবোধ করেছেন রনি। এই কিংবদন্তি ইংলিশ স্নুকার বলেন, ‘আমি এটার সঙ্গে প্রতিযোগিতা করতে পারি না। আমি শুধু বসেছিলাম আর তার দারুণ খেলা মুগ্ধ চোখে দেখছিলাম।’এ মৌসুমে রনি ও সুলিভান নর্দার্ন আয়ারল্যান্ড ওপেন, স্কটিশ ওপেন, ওয়েলশ ওপেন ও প্লেয়ারস চ্যাম্পিয়নশিপ ফাইনালেও হেরেছেন। নিজের রাজত্ব হারিয়ে পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ইংলিশ স্নুকার।
এদিকে ১১ বছর পর বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে ফেরার সুযোগ কাজে লাগাতে চান রবার্টসন। বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপেও এই ধরনের পারফরম্যান্স ধরে রাখতে পারলে এটা সম্ভব।’
স্নুকারের সর্বকালের সেরা গ্রেট বলা হয় সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্টিফেন হেন্ড্রি। তার পরেই আছেন রনি। ছয়বার বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়েছেন, সাতবার মাস্টার্স চ্যাম্পিয়ন, আর ২০ টাইটেল নিয়ে ট্রিপল ক্রাউন সিরিজের সবচেয়ে সফলতম স্নুকার ক্রীড়াবিদ হলেন রনি।