বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারী হকির ফাইনালে নড়াইল ও বিকেএসপি

  •    
  • ২৩ মার্চ, ২০২১ ২২:০৪

দিনের প্রথম খেলায় ঝিনাইদহ জেলাকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বিকেএসপি। রাজশাহীর বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩-২ ব্যবধানে জিতে বিকেএসপির সঙ্গী হয় নড়াইল।

ওয়ালটন নারী ডেভেলপমেন্ট স্বাধীনতা কাপ হকির ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও নড়াইল জেলা।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মঙ্গলবার দুটি সেমিফাইনাল ম্যাচ হয়।

দিনের প্রথম খেলায় ঝিনাইদহ জেলাকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বিকেএসপি। বিকেএসপির জার্সিতে জোড়া গোল করেন অর্পিতা পাল ও বর্ষা খাতুন। একটি করে গোল আসে সোনিয়া খাতুন, তারিন আক্তার খুশি, শিমু আক্তার শিমার স্টিক থেকে।

দ্বিতীয় সেমিটা জমজমাটভাবে শেষ হয়। রাজশাহীর বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩-২ ব্যবধানে জেতে নড়াইল।

রাজশাহীর হয়ে জোড়া গোল করেন সিতু খাতুন। আর নড়াইলের হয়ে জোড়া গোল করেন নমিতা কর্মকার। বাকিটি আসে সঞ্চিতা কর্মকারের স্টিক থেকে। ২-২ ব্যবধানে ম্যাচ যখন টাইয়ে শেষ হওয়ার অপেক্ষায় ছিল ৫৭ মিনিটে জয়সূচক গোলটি আসে নড়াইলে নমিতার স্টিক থেকে।

বুধবার একই ভেন্যুতে বিকেল চারটায় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে বিকেএসপি ও নড়াইল। এটিএন বাংলা ও টি স্পোর্ট খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

রাজশাহীর বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩-২ ব্যবধানে জেতে নড়াইল

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থাকবেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।

এ বিভাগের আরো খবর