বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ওয়ালটন নারী ডেভেলপমেন্ট স্বাধীনতা কাপ হকি প্রতিযোগিতার প্রথম পর্বের খেলা শেষ হয়েছে রোববার। প্রথম পর্বের খেলা শেষে সেমিফাইনাল নিশ্চিত করেছে চার জেলা।
‘ক’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পা রেখেছে ঝিনাইদহ, ‘খ’ গ্রুপ থেকে নড়াইল, ‘গ’ গ্রুপ থেকে রাজশাহী ও ‘ঘ’ গ্রুপ থেকে বিকেএসপি। ২৩ মার্চে শুরু হবে চার দলের ফাইনালের লড়াই।
রোববার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম পর্বের শেষ দুটি ম্যাচ হয়।
দিনের প্রথম খেলায় কিশোরগঞ্জ জেলাকে ৪-০ গোলে হারায় বিকেএসপি। বিকেএসপির জার্সিতে চার গোল এসেছে আইভি আক্তার, অর্পিতা পাল, সোনিয়া খাতুন ও তাসিমিম আক্তার মিমের স্টিক থেকে।
দিনের দ্বিতীয় খেলায় কক্সবাজারকে ৩-০ গোলে হারায় ময়মনসিংহ। জোড়া গোল করেন ঝুমা আক্তার, বাকিটি আসে ঐশ্বর্য্য সরকার সেবার স্টিক থেকে। এর মধ্য দিয়ে প্রথম পর্বের খেলা শেষ হয়।
নকআউট পর্ব শুরু ২৩ মার্চ। এদিন দুপুরে প্রথম সেমিতে বিকেএসপির মুখোমুখি হবে ঝিনাইদহ ও বিকেলে নড়াইলের মুখোমুখি হবে রাজশাহী।