চোটের কারণে ‘অনির্দিষ্টকালের জন্য’ মাঠের বাইরে চলে গেছেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস। আটলান্টা হকসের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ) লিগের ম্যাচে ডান গোড়ালিতে ব্যাথা পান লস অ্যাঞ্জেলেস লেকার্সের এই তারকা ফরোয়ার্ড।রোববারের ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে হকসের খেলোয়াড় সলোমন হিলের সঙ্গে ধাক্কা খান জেমস। হিল বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে তার পায়ের উপর পড়ে যান।সঙ্গে সঙ্গেই গোড়ালি চেপে ধরে কোর্টে শুয়ে পড়েন ৩৬ বছর বয়সী জেমস। প্রাথমিক চিকিৎসার পর কোর্টে ফিরে কিছুক্ষণ খেলেন তিনি। থ্রি পয়েন্টারও স্কোর করেন। তবে ব্যাথা নিয়ে বেশিক্ষণ খেলা চালিয়ে যেতে পারেননি বর্তমান সময়ের সেরা এই বাস্কেটবল খেলোয়াড়। খুঁড়িয়ে কোর্ট ছাড়তে হয় তাকে।ম্যাচ শেষে স্ক্যানের পর জানা যায় গোড়ালির লিগামেন্ট ছিড়ে গেছে লেকার্স অধিনায়কের। আনুষ্ঠানিক ভাবে লেকার্স জানায় সেরে উঠতে দীর্ঘ সময় লাগবে। ‘অনির্দিষ্টকালের জন্য’ কোর্টের বাইরে চলে গেছেন তিনি।চোটের মাত্রা জানার পর টুইটারে মাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেন চারবারের এনবিএ চ্যাম্পিয়ন জেমস।‘শরীর ও মনে আঘাত পাচ্ছি। সতীর্থদের সঙ্গে থাকতে না পারাতে সবচেয়ে বেশি রাগ ও দুঃখ পাচ্ছি। ফেরার যাত্রাটা এখনই শুরু হচ্ছে। খুব শিগগিরই ফিরব।’বর্তমান চ্যাম্পিয়নরা তাদের অধিনায়ককে ছাড়া হেরে যায় ম্যাচ। ৯৯-৯৪ পয়েন্টের জয়ে হকসের হয়ে সর্বোচ্চ ২৭ পয়েন্ট স্কোর করেন জন কলিনস।এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে মায়ামি হিটের সঙ্গে যৌথভাবে চার নম্বরে আছে তারা।জেমসকে হারানোর আগে লেকার্স চোটের কারণে হারিয়েছে আরেক তারকা অ্যান্থনি ডেভিসকে। গত বছর লেকার্সের অন্যতম সেরা খেলোয়াড় ডেভিসের এপ্রিলের আগে সুস্থ সবার সম্ভাবনা নেই।দুই সেরা খেলোয়াড়কে ছাড়াই অন্তত এপ্রিল পর্যন্ত খেলতে হবে লেকার্সকে। ওয়েস্টার্ন কনফারেন্সে তারা আছে তৃতীয় স্থানে।
অনির্দিষ্টকালের জন্য কোর্টের বাইরে জেমস
ম্যাচ শেষে স্ক্যানের পর জানা যায় গোড়ালির লিগামেন্ট ছিড়ে গেছে লেকার্স অধিনায়কের। আনুষ্ঠানিক ভাবে লেকার্স জানায় সেরে উঠতে দীর্ঘ সময় লাগবে। ‘অনির্দিষ্টকালের জন্য’ কোর্টের বাইরে চলে গেছেন তিনি।
-
ট্যাগ:
- লেকার্স
এ বিভাগের আরো খবর/p>