বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আন্তঃক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

  •    
  • ১১ মার্চ, ২০২১ ২৩:০২

ঢাকা অফিসার্স ক্লাবের খেলাঘরে টুর্নামেন্ট উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে সভাপতি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার শুরু হলো আন্তঃক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট। দেশের ২৯টি ক্লাবের ২৩৯ জন অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়, যা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

ঢাকা অফিসার্স ক্লাবের উদ্যোগে রাজধানীর বেইলি রোডে ক্লাবের খেলাঘরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম। ছিলেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিনসহ সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘দারুণ একটা সময় পার করছি আমরা। বাংলাদেশের স্থপতির জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও আমরা যে স্বপ্ন নিয়ে এগুচ্ছিলাম, সেই স্বপ্নের পথেই আমাদের দেশ এগিয়ে চলছে। এমন একটি সময়ে আন্তঃক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট এতো বড় পরিসরে আয়োজন হচ্ছে। এর আগেও একবার এমন টুর্নামেন্টে এসেছিলাম। সবকিছুকে যেন ছাড়িয়ে গেছে এই টুর্নামেন্ট।’

সভাপতির বক্তব্যে সিনিয়র সচিব আসাদুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ- এই তিন অর্জন উদযাপন উপলক্ষে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এটা শুধু ঢাকাকেন্দ্রীক না সারাদেশের ২৯টি ক্লাবের শাটলাররা এখানে অংশ নিচ্ছেন।‘করোনা মহামারির বিপদ থেকে আমরা এখনও পুরোপুরি বেরিয়ে আসতে পারিনি। স্বাস্থ্যবিধি মেনে খেলার মধ্যে রাখার পাশাপাশি দেশের যুব-বয়ষ্কদের মধ্যে উৎসব তৈরির ইচ্ছা থেকেই এই আয়োজন।’

কোর্টের পাশে বসে থেকে উদ্বোধনী ম্যাচ উপভোগ করছেন জাহিদ আহসান রাসেল ও সিনিয়র সচিব আসাদুল ইসলাম

প্রতি বছর শুধু অফিসার্স ক্লাবের সদস্যদের নিয়ে এই আয়োজন করা হয়। এবারই প্রথম বড় পরিসরে এই প্রতিযোগিতা হচ্ছে। আগামীতেও এমন আয়োজন থাকবে বলে জানান এই সিনিয়র সচিব।উন্মুক্ত একক ও দ্বৈত পুরুষ, উন্মুক্ত দ্বৈত নারী, বয়সভিত্তিক দ্বৈত পুরুষ এবং বয়সভিত্তিক ৪৫ ঊর্ধ্ব, ৫০ ঊর্ধ্ব ও ৫৫ ঊর্ধ্ব- এই চার ক্যাটাগরিতে দেশের ২৯টি ক্লাবের বিভিন্ন বয়সী ২৩৯ জন শাটলার অংশ নিচ্ছেন প্রতিযোগিতায়।

জাতীয় ব্যাডমিন্টনে র‌্যাঙ্কিংধারী অনেক শাটলারই অংশ নিচ্ছেন টুর্নামেন্টে। সিনিয়র ব্যাডমিন্টনে জাতীয় নয় নম্বর র‌্যাঙ্কিংয়ে থাকা মো. ফাহিম এই টুর্নামেন্টকে দেখছেন নিজেকে তৈরির এক মঞ্চ হিসেবে।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘এখানে অনেক র‌্যাঙ্কিং শাটলার অংশ নিচ্ছেন। জমজমাট খেলা হবে। আর আমার জন্য এই টুর্নামেন্ট আসন্ন বাংলাদেশ গেমসের জন্য একটা প্রস্তুতির ক্ষেত্র।’

নিজেরা খেলে ‍টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিব

জাতীয় র‌্যাঙ্কিংয়ের নারী এককে চতুর্থ ও ডাবলসে চ্যাম্পিয়ন লিকা পোদ্দারের কণ্ঠেও একই সুর।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘সামনেই বাংলাদেশ গেমস। এই টুর্নামেন্ট নিঃসন্দেহে আমার জন্য বড় আসরের প্রস্তুতি হিসেবে কাজ করবে। আমরা খেলার মধ্যে থাকতে পারছি- এটাই বড় কথা।’

উন্মুক্ত একক ও উন্মুক্ত দ্বৈত নারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়নদের প্রাইজমানি হিসেবে দেয়া হবে ৩০ হাজার টাকা এবং রানার আপরা পাবেন ২০ হাজার।

উন্মুক্ত দ্বৈত পুরুষ ক্যাটাগরিতে চ্যাম্পিয়নকে দেয়া হবে ৫০ হাজার ও রানার আপ পাবেন ২০ হাজার টাকা।

৪০ হাজার টাকা করে দেয়া হবে বয়সভিত্তিক দ্বৈত ও বয়সভিত্তিক ৪৫ ঊর্ধ্ব, ৫০ ঊর্ধ্ব ও ৫৫ ঊর্ধ্ব ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন দলগুলোকে। আর রানার আপদের দেয়া হবে ৩০ হাজার টাকা করে।

এ বিভাগের আরো খবর