টোকিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পাওয়া একমাত্র ক্রীড়াবিদ রোমান সানার পারফরম্যান্সে অবনতি হয়েছে। জাতীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণ খুইয়ে ব্রোঞ্জ জিতেছেন এই দেশসেরা তীরন্দাজ।
কক্সবাজারস্থ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার বঙ্গবন্ধু ১২ তম চ্যাম্পিয়নশিপের ২য় দিনে এলিমিনেশন রাউন্ডে আটটি ব্রোঞ্জ মেডেল ম্যাচ হয়।রিকার্ভ পুরুষ একক ইভেন্টে রোমান সানা (বাংলাদেশ আনসার) ৬-৪ সেট পয়েন্টের ব্যবধানে ঢাকা আর্মি আর্চারি ক্লাবের মো: আশিকুর রহমানকে হারিয়ে ব্রোঞ্জ জেতেন।
রিকার্ভ মহিলা একক ইভেন্টে দিয়া সিদ্দিকী (বিকেএসপি) ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ পুলিশের মোসাম্মৎ ইতি খাতুনকে হারিয়ে ব্রোঞ্জ জেতেন।
কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে পুলিশের মোহাম্মদ আশিকুজ্জামান ১৪৪-১৪২ স্কোরের ব্যবধানে হারান অসীম কুমার দাসকে। কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে পুলিশের রিতু আক্তার ১৩৬-১৩৫ স্কোরের ব্যবধানে বন্যা আক্তার হারিয়ে ব্রোঞ্জ পান।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ পুলিশ ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ আনসারকে হারিয়ে ব্রোঞ্জ জেতে। রিকার্ভ মহিলা দলগত ইভেন্টেও ব্রোঞ্জ জেতে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ আনসারকে ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে হারিয়েছে তারা।
এ ছাড়া কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে বিকেএসপি ২২২-২১৮ স্কোরের ব্যবধানে বাংলাদেশ আনসারকে পরাজিক করে ব্রোঞ্জ এবং কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ আনসার ২২২-২১৫ স্কোরের ব্যবধানে এএসপিটিএস আর্চারি ক্লাবকে হারিয়ে করে ব্রোঞ্জ মেডেল জয় লাভ করে।
আগামীকাল বিকেল চারটায় চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল।