বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোমান সানাকে নিয়ে অলিম্পিকের সেমির স্বপ্ন

  •    
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ২১:২৪

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের রোমান অনুশীলন চালিয়ে যাচ্ছে। তার এখন যে স্কোর। সেটা বিশ্ব মানের। এই স্কোর বজায় রাখতে পারলে সেমিফাইনালে খেলার আশা করা যায়।’

করোনার মধ্যেও টোকিও অলিম্পিকের প্রস্তুতি নিয়েছেন রোমান সানা। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে সরাসরি খেলার সুযোগটাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখের নিবিড় পর্যবেক্ষণে চলছে রোমানের অনুশীলন।

টোকিও অলিম্পিকে সেমিফাইনালের স্বপ্ন নিয়ে দেশসেরা এই তীরন্দাজকে তৈরি করা হচ্ছে বলে জানান আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।

রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের রোমান অনুশীলন চালিয়ে যাচ্ছে। তার এখন যে স্কোর। সেটা বিশ্ব মানের। এই স্কোর বজায় রাখতে পারলে সেমিফাইনালে খেলার আশা করা যায়।’

তিনি আরও বলেন, ‘স্বর্ণ বা পদক জয় হয়তো সম্ভব নয়। তবে অলিম্পিকে আমরা একটা সম্মানজনক ফল করতে চাই।’

জার্মান কোচ ফ্রেডরিখ মার্টিন অবশ্য বাস্তব চিন্তা করছেন, ‘আমরা অনুশীলন চালিয়ে যাচ্ছি। ধাপে ধাপে এগুতে চাই। আশা করি রোমান ভালো কিছুই করবে।’

গত বছর টোকিওতে হওয়ার কথা ছিল এবারের অলিম্পিক। করোনাভাইরাস মহামারির জন্য পিছিয়ে এ বছরের মাঝামাঝি সময় নেয়া হয়েছে।

এ দিকে সোমবার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ১২তম তীর জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ। এবারের চ্যাম্পিয়নশিপের ভেন্যু কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

১ এপ্রিল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। সাধারণত বাংলাদেশ গেমসের বছর ফেডারেশনগুলো জাতীয় চ্যাম্পিয়শিপ আয়োজন করে না। আর্চারি ফেডারেশন অবশ্য সেই পথে হাঁটছে না।

বাংলাদেশ গেমসের আগের মাসেই জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের ব্যাখ্যা দিলেন ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব) মইনুল ইসলাম, ‘আর্চারদের জন্য বাংলাদেশ গেমসের আগে এটি প্রস্তুতি হিসেবে কাজ করবে। আমাদের বাৎসরিক সূচি ও পরিকল্পনার মধ্যে রয়েছে জাতীয় চ্যাম্পিয়শিপ।’

এ বিভাগের আরো খবর