জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথনে প্রথম হয়েছেন আমিন মণ্ডল।
দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন তাসিন খান ও জেসান সরদার।
শহরের শহিদ খুশি রেলওয়ে ময়দানে শনিবার সকাল সাড়ে দশটার দিকে প্রথম ১০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন।
ম্যারাথন শেষে প্রথম ১০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। ছবি: নিউজবাংলা
এর আগে সকাল ৯টা ২০ মিনিটে উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বেলুন উড়িয়ে ম্যারাথনের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
ম্যারাথন আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। এতে অংশ নেন ২ হাজার ২০০ প্রতিযোগী।
প্রতিযোগিতার সময় রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়। রাস্তার দুপাশে দাঁড়িয়ে দর্শকরা ম্যারাথন উপভোগ করেন।