কোভিড মহামারির পর প্রথম দেশীয় গলফ টুর্নামেন্টের শিরোপা জিতলেন সিদ্দিকুর রহমান। আর্মি গলফ কোর্সে অনুষ্ঠিত টুর্নামেন্টে তৃতীয় রাউন্ড শেষে শিরোপা নিশ্চিত করেন দেশ সেরা গলফার।টুর্নামেন্টের শেষ রাউন্ডে সাতটি বার্ডি ও চারট বোগি সহ স্কোরবোর্ডে শীর্ষস্থান দখল করেন তিনি। তিন রাউন্ডে পারের চেয়ে মোট ৫টি শট কম খেলেন তিনি।টুর্নামেন্টের দ্বিতীয় দিনও শীর্ষে ছিলেন সিদ্দিকুর। তিন বার্ডি ও দুই বোগি নিয়ে দ্বিতীয় রাউন্ড থেকেই শীর্ষস্থান দখল করেন তিনি। জিতে নেন ১৩ লাখ টাকার প্রাইজমানি।তিন রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলে টুর্নামেন্টে দ্বিতীয় হয়েছেন জামাল মোল্লা। প্রথম রাউন্ড শেষে শীর্ষে থাকা আকবর হোসেন তৃতীয় দিনে এসে পিছিয়ে পড়েন কিছুটা। তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করেছেন তিনি।
প্যারাগন গলফের শিরোপা সিদ্দিকুরের
আর্মি গলফ কোর্সে অনুষ্ঠিত টুর্নামেন্টে তৃতীয় রাউন্ড শেষে শিরোপা নিশ্চিত করেন দেশ সেরা গলফার।
-
ট্যাগ:
- গলফ
এ বিভাগের আরো খবর/p>