বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সড়ক দুর্ঘটনায় আহত টাইগার উডস

  •    
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১১:০৫

বিষয়টি নিশ্চিত করে লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ। উডস আশঙ্কামুক্ত হলেও পায়ে আঘাত পেয়েছেন। স্থানীয় এক হাসপাতালে তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে।

গলফ কিংবদন্তি টাইগার উডস এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ। উডস আশঙ্কামুক্ত হলেও পায়ে আঘাত পেয়েছেন। স্থানীয় এক হাসপাতালে তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে।যুক্তরাষ্ট্র সময় মঙ্গলবার সকালে লস অ্যাঞ্জেলেসের হওথর্ন অ্যাভেনিউয়ে উলটো দিকে যাওয়ার সময় তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গিরিখাতে পড়ে। সে সময় উডস নিজেই গাড়ি চালাচ্ছিলেন।পুলিশ জানায় তাকে যখন উদ্ধার করা হয়, তখন তিনি জ্ঞান হারাননি। তার গাড়ি বেশ জোরে যাচ্ছিল উল্লেখ করে পুলিশ শেরিফ অ্যালেক্স ভিলানুয়েভা সংবাদমাধ্যমকে বলেন, ‘সিটবেল্ট বাঁধা না থাকলে মারাত্মক কিছু ঘটতে পারত।’গলফ টিভির বিজ্ঞাপনের শুটিং করতে দুই দিন যাবৎ ক্যালিফোর্নিয়ায় ছিলেন ৪৫ বছর বয়সী উডস। বুধবার দুপুরে তার টুইটার হ্যান্ডল থেকে জানানো হয়, ‘উডসের অস্ত্রোপচার সফল হয়েছে। ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন। তার পায়ের হাড় ভেঙ্গে গেছে। অস্ত্রোপচার করে সেটিকে ঠিক করতে হয়েছে। ইউসিএলের মেডিক্যাল সেন্টারে ভর্তি আছেন উডস ও জ্ঞান ফিরে পেয়েছেন। তিনি সুস্থ আছেন।’১৫ বারের মেজর চ্যাম্পিয়ন উডসকে ধরা হয় সর্বকালের সেরা গলফার। ৮২টি শিরোপা জেতা এই আমেরিকান তারকা সবশেষ গত ডিসেম্বরে খেলেন অরল্যান্ডোর পিএনসি চ্যাম্পিয়নশিপে।তার দুর্ঘটনার খবরে দুঃখ প্রকাশ করেছেন আমেরিকার ক্রীড়া ও অন্যান্য ক্ষেত্রের তারকারা। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এক টুইটে তার দ্রুত আরোগ্য কামনা করে লিখেছেন, ‘তার পরিবার ও পরিজনদের জন্য সমবেদনা। গলফের সর্বকালের সেরার দ্রুত আরোগ্য কামনা করি। তার ক্যারিয়ার থেকে আমরা যেটা শিখেছি, সেটা হলো উডসকে কখনও বাতিলের খাতায় ফেলা যাবে না।’পপ কিংবদন্তি জ্যানেট জ্যাকসন টুইট করেন উডসের জন্য। লেখেন, ‘টাইগার তোমার জন্য প্রার্থনা।’

এ বিভাগের আরো খবর